দিনেদুপুরে দুষ্কৃতী হানায় আক্রান্ত শিক্ষিকা
দিনেদুপুরে দুষ্কৃতী হানায় আক্রান্ত হলেন এক শিক্ষিকা। ঘটনাটি ঘটেছে বনগাঁর হরিদাসপুরে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে বাইকে চেপে এসে রাস্তার মধ্যেই হুজুর আলি শেখ নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। মাথা নীচু করে কোনওক্রমে রক্ষা পান হুজুর আলি।
ওয়েব ডেস্ক: দিনেদুপুরে দুষ্কৃতী হানায় আক্রান্ত হলেন এক শিক্ষিকা। ঘটনাটি ঘটেছে বনগাঁর হরিদাসপুরে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে বাইকে চেপে এসে রাস্তার মধ্যেই হুজুর আলি শেখ নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। মাথা নীচু করে কোনওক্রমে রক্ষা পান হুজুর আলি।
পিছনেই একটি ভ্যানে ছিলেন স্থানীয় স্কুলের শিক্ষিকা অদিতি অধিকারী । গুলি লাগে তাঁর গায়ে। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষিকাকে ভর্তি করা হয়েছে বনগাঁ হাসপাতালে। হামলার প্রতিবাদে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌছলে পুলিসকে লক্ষ্য করে ইট ছোঁড়ে উত্তেজিত জনতা। ইটের ঘায়ে আহত হন তিনজন পুলিস কর্মী। পরে অবরোধ উঠে যায়।