হুগলিতে সারদার কারখানা সিল করাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা

হুগলির পোলবাতে সারদা গোষ্ঠীর মোটর সাইকেল কারখানা সিল করাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। আজ কারখানা সিল করতে যান সাতটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রতিনিধিরা। জানা গিয়েছে ভুয়ো কাগজ দেখিয়ে সাতটি ব্যাঙ্কের কাছেই কারখানা বন্ধক রেখে ঋণ নিয়েছিল কারখানা কর্তৃপক্ষ।

Updated By: Apr 22, 2013, 05:35 PM IST

হুগলির পোলবাতে সারদা গোষ্ঠীর মোটর সাইকেল কারখানা সিল করাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। আজ কারখানা সিল করতে যান সাতটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রতিনিধিরা। জানা গিয়েছে ভুয়ো কাগজ দেখিয়ে সাতটি ব্যাঙ্কের কাছেই কারখানা বন্ধক রেখে ঋণ নিয়েছিল কারখানা কর্তৃপক্ষ।
আজ ব্যাঙ্কের প্রতিনিধিরা কারখানা সিল করতে গিয়ে কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন। ব্যাঙ্কের নোটিস ছিঁড়ে ফেলে দিয়েছেন কারখানার কর্মীরা।

.