ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত মুর্শিদাবাদ

কলেজে ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া ঘিরে ব্যাপক গণ্ডগোল মুর্শিদাবাদে। TMCP-র বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে, জেলায় কোনও কলেজে নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নিল কংগ্রেস। তাঁদের অভিযোগ, পুলিসের সাহায্য নিয়ে কলেজ ভোটে দাদাগিরি চালাচ্ছে TMCP।

Updated By: Jan 19, 2017, 04:12 PM IST
ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত মুর্শিদাবাদ
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : কলেজে ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া ঘিরে ব্যাপক গণ্ডগোল মুর্শিদাবাদে। TMCP-র বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে, জেলায় কোনও কলেজে নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নিল কংগ্রেস। তাঁদের অভিযোগ, পুলিসের সাহায্য নিয়ে কলেজ ভোটে দাদাগিরি চালাচ্ছে TMCP।

আরও পড়ুন- কলেজ নির্বাচনকে ঘিরে জেলায় জেলায় চলছে ছাত্র সংঘর্ষ

গতকাল থেকে আমতলা কলেজে দফায় দফায় অশান্তি চলছে। কংগ্রেসের অভিযোগ, এই কলেজে তাঁদের সদস্যরা মনোনয়ন পত্র জমা দিতে গেলে, টিএমসিপি তা ছিনিয়ে নেয়। এরপর থেকেই গণ্ডগোল চলছে। প্রতিবাদ জানাতে আজ বহরমপুর-আমতলা রাজ্য সড়ক অবরোধ করে কংগ্রেস। দলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, জেলার ষোলোটি কলেজের কোনওটিতেই ভোটে লড়বে না কংগ্রেস।

.