তোলার টাকা না পেয়ে খুনের হুমকি
তোলার টাকা না দেওয়ায় বাড়িতে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। এই অভিযোগ হাওড়ার ফকিরবাজারের এক প্রোমোটারের পরিবারের। বাড়ির মহিলাদের মারধরের পাশাপাশি প্রমোটারকে খুনের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। হামলার আশঙ্কায় এলাকাছাড়া প্রোমোটার শাহাজাদা খান।
তোলার টাকা না দেওয়ায় বাড়িতে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। এই অভিযোগ হাওড়ার ফকিরবাজারের এক প্রোমোটারের পরিবারের। বাড়ির মহিলাদের মারধরের পাশাপাশি প্রমোটারকে খুনের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। হামলার আশঙ্কায় এলাকাছাড়া প্রোমোটার শাহাজাদা খান।
ফজিরবাজার এলাকার প্রমোটার শাহাজাদা খানের পরিবারের অভিযোগ, তাদের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা তোলা দাবি করে স্থানীয় ক্লাবের সঙ্গে যুক্ত একদল দুষ্কৃতী। দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করেন প্রোমোটার। এরপরই রবিবার শাহাজাদা খানের অফিস ও বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। খবর পেয়ে আজ এলাকায় যান মন্ত্রী অরূপ রায়। ঘটনার তদন্তের জন্য পুলিসকে নির্দেশ দিয়েছেন তিনি। হাওড়ায় দুষ্কৃতী দৌরাত্ম্য বেড়ে চলায় পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।