কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে দুই মৎস্যজীবী
সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখে দুই মৎস্যজীবী । কাঁকড়া ধরতে গিয়েছিলেন ওই দুই মৎস্যজীবী । সেখানেই বাঘের হানায় প্রাণ হারান তাঁরা। মৃতরা হলেন, রবীন নস্কর ও জয়দেব মণ্ডল। কুলতলির ভুবনেশ্বরী গ্রামের বাসিন্দা, বছর বাইশের যুবক, জয়দেব গতকাল বিকেলে সুন্দরবনের বানচাপড়িতে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। হঠাৎই তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে একটি রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘের কবল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, কুলতলিরই পূর্ব গোপালপুর এলাকার রবীন মণ্ডলকে বিদ্যাধরীতে কাঁকড়া ধরার সময়, জঙ্গলে টেনে নিয়ে যায় বাঘ।
![কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে দুই মৎস্যজীবী কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে দুই মৎস্যজীবী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/07/08/39948-6royalbengaltiger.jpg)
ওয়েব ডেস্ক: সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখে দুই মৎস্যজীবী । কাঁকড়া ধরতে গিয়েছিলেন ওই দুই মৎস্যজীবী । সেখানেই বাঘের হানায় প্রাণ হারান তাঁরা। মৃতরা হলেন, রবীন নস্কর ও জয়দেব মণ্ডল। কুলতলির ভুবনেশ্বরী গ্রামের বাসিন্দা, বছর বাইশের যুবক, জয়দেব গতকাল বিকেলে সুন্দরবনের বানচাপড়িতে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। হঠাৎই তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে একটি রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘের কবল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, কুলতলিরই পূর্ব গোপালপুর এলাকার রবীন মণ্ডলকে বিদ্যাধরীতে কাঁকড়া ধরার সময়, জঙ্গলে টেনে নিয়ে যায় বাঘ।