একটা হাতিই ঘুম উড়িয়ে দিয়েছে গোটা মুর্শিদাবাদের

একটা হাতিই ঘুম উড়িয়ে দিয়েছে মুর্শিদাবাদের। গত দশদিন ধরে গোটা জেলা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে দলছুট হাতিটি। আতঙ্কে গ্রামবাসীরা। বারবার বনদফতরে খবর দেওয়া হলেও কারও দেখা মেলেনি ।

Updated By: Jul 7, 2015, 10:41 PM IST

ওয়েব ডেস্ক: একটা হাতিই ঘুম উড়িয়ে দিয়েছে মুর্শিদাবাদের। গত দশদিন ধরে গোটা জেলা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে দলছুট হাতিটি। আতঙ্কে গ্রামবাসীরা। বারবার বনদফতরে খবর দেওয়া হলেও কারও দেখা মেলেনি ।

এভাবেই গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদ জেলা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে দলছুট হাতিটি। কখনও বড়ঞা থানার বাহাদুরপুর। কখনও খাস বহরমপুর শহর। গ্রাম থেকে রাস্তা সবই এখন হাতির দখলে। নষ্ট হচ্ছে ফসল। আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা।

তবে আতঙ্ক যেমন রয়েছে তেমন হাতিটির প্রাণহানির আশঙ্কাও থাকছে। বনদফতরে খবর দেওয়া হয়েছে। কিন্তু দশ দিন কেটে গেলেও সময় হয়নি বনদফতরের।  এখনও দেখা মেলেনি বনকর্মীদের। ফলে গ্রামবাসীরা নিজেরাই হাতিটিকে লোকালয় থেকে তাড়িয়ে কখনও মাঠে নিয়ে যাচ্ছেন।   কখনও লাঠি, মশাল  নিয়ে তাড়া করছেন।  হাতির পায়ে দড়ি বেধে গাছের সঙ্গে বেধে রাখার চেষ্টাও করেছিলেন গ্রামবাসীরা।

এলাকার মানুষ ভীত সন্ত্রস্ত । হাতিটিও পর্যাপ্ত খাবার পাচ্ছে না। বন দফতরের ভূমিকায় ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের। তাদের প্রশ্ন কবে ঘুম ভাঙবে বনদফতরের? কবে উদ্ধার করা হবে হাতিটিকে? 

Tags:
.