সুন্দরবনে বাঘের মৃত্যু, ডুয়ার্সে জখম চিতাবাঘ

একটি পূর্ণবয়স্ক বাঘের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল সুন্দরবনে। সুন্দরবনের ঝিলা পাঁচের জঙ্গলে আজ একটি পূর্ণবয়স্ক পুরুষ বাঘের দেহ উদ্ধার হয়েছে। এলাকাটি ব্যাঘ্রপ্রকল্পের আওতায় পড়ে। বাঘটির দেহে কোনও আঘাতের চিহ্ন না থাকলেও, নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হয়েছে। দেহের ময়না তদন্তের নির্দেশ দিয়েছেন বন দফতরের অফিসাররা। যদিও প্রাথমিকভাবে তাঁদের ধারনা, স্বাভাবিক কারণেই মৃত্যু হয়েছে বাঘটির।

Updated By: Mar 10, 2013, 11:26 PM IST

একটি পূর্ণবয়স্ক বাঘের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল সুন্দরবনে। সুন্দরবনের ঝিলা পাঁচের জঙ্গলে আজ একটি পূর্ণবয়স্ক পুরুষ বাঘের দেহ উদ্ধার হয়েছে। এলাকাটি ব্যাঘ্রপ্রকল্পের আওতায় পড়ে। বাঘটির দেহে কোনও আঘাতের চিহ্ন না থাকলেও, নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হয়েছে। দেহের ময়না তদন্তের নির্দেশ দিয়েছেন বন দফতরের অফিসাররা। যদিও প্রাথমিকভাবে তাঁদের ধারনা, স্বাভাবিক কারণেই মৃত্যু হয়েছে বাঘটির।
অন্যদিকে এদিনই জলপাইগুড়িতে গ্রামবাসীদের আক্রমণে ফের গুরুতর জখম হল একটি চিতাবাঘ। ডুয়ার্সের চা বাগানে ফাঁদে চিতা বাঘটি ধরা পড়ে। বন দফতর চিতাবাঘটিকে উদ্ধার করেছে। বেশ কিছুদিন ধরেই বাগানে হানা দিচ্ছিল চিতা বাঘটি।
খাঁচাবন্দি চিতাবাঘটিকে পেটাতে থাকে উত্তেজিত জনতা। বেশ কিছুক্ষণ পড়ে ঘটনাস্থলে পৌঁছয় বনকর্মীরা। চা বাগান  থেকে আহত চিতাবাঘটিকে উদ্ধার করে তারা। খাঁচায় বন্দি চিতাবাঘটিকে গরুমারা জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হয়েছে। আহত চিতাবাঘের চিকিত্সা শুরু হয়েছে বলে জানিয়েছেন বনকর্মীরা।

.