ভেড়ি দখলকে ঘিরে শাসনে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা
ভেড়ি দখলকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা। তার জেরে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর চব্বিশ পরগনার শাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিস গেলে শুরু হয় ইঁটবৃষ্টি। জখম হন চার পুলিসকর্মী। পুলিসের পাল্টা লাঠিচার্জে আহত হন কয়েকজন মহিলা।
ওয়েব ডেস্ক: ভেড়ি দখলকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা। তার জেরে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর চব্বিশ পরগনার শাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিস গেলে শুরু হয় ইঁটবৃষ্টি। জখম হন চার পুলিসকর্মী। পুলিসের পাল্টা লাঠিচার্জে আহত হন কয়েকজন মহিলা।
ভেড়ি থেকে আয় হওয়া টাকা কারা নেবে? এই ইস্যুতে শুক্রবার রাতে উত্তর চব্বিশ পরগনার শাসনে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা বেধে যায়। এক গোষ্ঠীর নেতা আজিবুরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন অন্য গোষ্ঠীর নেতা মুশারফ। যার প্রেক্ষিতে শুক্রবারই আজিবুরকে গ্রেফতার করে পুলিস। শনিবার জামিনে মুক্তি পেয়ে গ্রামে ঢোকে আজিবুর।
অভিযোগ, এরপরই আজিবুর ও তার সঙ্গীরা বোমা নিয়ে হামলা চালায় মুশারফ গোষ্ঠীর বিরুদ্ধে। বেদম মারধর করা হয় মুশারফকে। খবরে পেয়ে গ্রামে যায় পুলিস।তারা মুশারফকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেই সময় পুলিসকে লক্ষ্য করে ইট ছোড়ে দুষ্কৃতীরা। ইটের ঘায়ে জখম হন কয়েকজনপুলিসকর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিস লাঠিচার্জ করলে, আহত হন বেশ কয়েকজন মহিলা। ঘটনার জেরে গ্রামে উত্তেজনা ছড়ায়। এখনও কাউকে গ্রেফতার না করলেও, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।