পুলিস পিটিয়ে ফের জামিন পেলেন তৃণমূল নেতা বিক্রম

পুলিস পিটিয়ে ফের জামিন। আলিপুরের প্রতাপ সাহার পর এবার চাঁপদানির বিক্রম গুপ্ত। যথারীতি এবারও জামিনের বিরোধিতা করেননি সরকারি আইনজীবী।

Updated By: May 16, 2015, 08:26 PM IST
পুলিস পিটিয়ে ফের জামিন পেলেন তৃণমূল নেতা বিক্রম

ওয়েব ডেস্ক: পুলিস পিটিয়ে ফের জামিন। আলিপুরের প্রতাপ সাহার পর এবার চাঁপদানির বিক্রম গুপ্ত। যথারীতি এবারও জামিনের বিরোধিতা করেননি সরকারি আইনজীবী।

জিটি রোডে এক তৃণমূল কর্মীর গাড়ি আটকেছিল পুলিস। আর তারই জেরে বেজায় খাপ্পা হন চাঁপদানির তিন নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলর বিক্রম গুপ্তা। দলীয় কর্মীকে ছাড়াতে গিয়ে চাঁপদানি ফাঁড়িতে সদলে তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে  তাঁর বিরুদ্ধে। পুলিসকে মারধরের অভিযোগেও ওঠে বিক্রমের বিরুদ্ধে।

এফআইআরে নাম ছিল বিক্রমের। কিন্তু পুরভোটে তৃণমূলের প্রার্থী বিক্রম গুপ্তা কোনও এক অজ্ঞাত কারণে পুলিসের জালে ধরা পড়ছিলেন না। অবশেষে তাঁকে গ্রেফতারের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। তারপর ১৩ এপ্রিল আত্মসমর্পণ করেন বিক্রম। জেল থেকেই ভোটে লড়ে চাঁপদানির তিন নম্বর ওয়ার্ডে জয়ী হন তিনি। একমাস হাজতবাসের পর শনিবার জামিন পেলেন তিনি। জামিনের বিরোধিতাও করেনি পুলিস।

আলিপুর থানায় হামলায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও এর আগে ছাড়া পেয়েছেন তৃণমূল নেতা প্রতাপ সাহা। একই অভিযোগ থাকা সত্ত্বেও এবার মুক্তি পেলেন বিক্রম গুপ্তা।

 

.