পুরুলিয়ায় নিহত তৃণমূল কর্মীর দেহ আনা হল কলকাতায়

পুরুলিয়ার বলরামপুরের ঘাটবেড়ার তৃণমূল কংগ্রেস কর্মী জিতু সিং সর্দারের মৃতদেহ নিয়ে আসা হল কলকাতায়। শুক্রবার মাওবাদীদের হাতে তিনি খুন হন বলে অভিযোগ।

Updated By: Nov 4, 2011, 02:09 PM IST

পুরুলিয়ার বলরামপুরের ঘাটবেড়ার তৃণমূল কংগ্রেস কর্মী জিতু সিং সর্দারের মৃতদেহ নিয়ে আসা হল কলকাতায়। শুক্রবার সকালে বলরামপুরের ঘাটবেড়ার কাছে তাঁর দেহ উদ্ধার হয়। গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয় জিতু সিং সর্দারকে। ঘটনায় অভিযোগের তির মাওবাদীদের দিকে। মৃতদেহের পাশ থেকে মাওবাদী পোস্টার উদ্ধার হয়েছে। পোস্টারে তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট ভৈরব বাহিনীতে যোগ না দেওয়ার হুমকি দিয়েছে মাওবাদীরা। গ্রামবাসীদের তৃণমূল কংগ্রেসের ডাকা কোনও সভা-সমিতিতে যেতেও নিষেধ করা হয়েছে ওই পোস্টারে।
শুক্রবার রাতেই পুরুলিয়া থেকে জিতু সিং সর্দারের দেহ কলকাতায় এনে রাখা হয় পিস হেভেনে। আজ সকাল এগারোটায় পিস হেভেন থেকে তার মরদেহ নিয়ে মিছিল করে তৃণমূল কর্মীরা যাবেন গান্ধী মূর্তির পাদদেশে। বিকেল তিনটে পর্যন্ত সেখানেই তার মরদেহ শায়িত থাকবে। পরে কলকাতা অথবা পুরুলিয়ায় নিয়ে গিয়ে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

.