দলবদলের খেলা চলছেই, এবার আরামবাগ পুরসভাও তৃণমূলের দখলে
উত্তর চব্বিশ পরগনার হালিশহরের পর এবার আরামবাগ পুরসভা এল তৃণমূলের দখলে। আজ আরামবাগ পুরসভার পাঁচ সিপিআইএম কাউন্সিলর তৃণমূলের যোগ দেন। যোগ দিয়েছেন মার্কসবাদী ফরওয়ার্ড ব্লকের এক কাউন্সিলরও।
উত্তর চব্বিশ পরগনার হালিশহরের পর এবার আরামবাগ পুরসভা এল তৃণমূলের দখলে। আজ আরামবাগ পুরসভার পাঁচ সিপিআইএম কাউন্সিলর তৃণমূলে যোগ দেন। যোগ দিয়েছেন মার্কসবাদী ফরওয়ার্ড ব্লকের এক কাউন্সিলরও।
এর ফলে আরামবাগ পুরসভা একক ক্ষমতায় দখল করল তৃণমূল । ইতিমধ্যেই পদত্যাগ করেছেন পুরসভার চেয়ারম্যান গোপাল কচ। ২০ নম্বর ওয়ার্ডের নিউ ব্যারাকপুরে ছয় জন কাউন্সিলর ছিল তৃণমূলের। আজ কংগ্রেসের পাঁচ কাউন্সিলরের চারজন কাউন্সিলরই তৃণমূলে যোগ দেয়।
আগেই বামেদের ৯ জন কাউন্সিলের মধ্যে এক জন তৃণমূলে যোগ দেয়। অর্থাত্ একক ক্ষমতায় নিউ ব্যারাকপুর পুরসভা দখল করল তৃণমূল। এছাড়া হাওড়ার দুই কংগ্রেস কাউন্সিল তৃণমূলে যোগ দেন আজ।