দলের বিধায়কের দুর্নীতির প্রতিবাদ করায় ঘরছাড়া তৃণমূল পঞ্চায়েত প্রধান

একশো দিনের কাজে দুর্নীতির প্রতিবাদ করে ঘরছাড়া তৃণমূল পঞ্চায়েত প্রধান। তাঁকে ঘরছাড়া করার অভিযোগ, তৃণমূলেরই বিধায়কের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের গড়বেতার কড়শা গ্রাম পঞ্চায়েতের ঘটনা।

Updated By: Jun 7, 2014, 04:42 PM IST

একশো দিনের কাজে দুর্নীতির প্রতিবাদ করে ঘরছাড়া তৃণমূল পঞ্চায়েত প্রধান। তাঁকে ঘরছাড়া করার অভিযোগ, তৃণমূলেরই বিধায়কের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের গড়বেতার কড়শা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। পঞ্চায়েত প্রধান মহম্মদ কবিরুল ইসলাম খানের অভিযোগ, দলেরই একগোষ্ঠীর প্রাণনাশের হুমকির জেরে গত ষোলোই মে থেকে ঘরছাড়া তিনি। এর পিছনে স্থানীয় বিধায়ক শ্রীকান্ত মাহাতর মদত রয়েছে বলেও অভিযোগ তাঁর। কিন্তু, কেন তাঁকে হুমকি দেওয়া হচ্ছে?

কবিরুল ইসলামের দাবি, একশো দিনের কাজের দুর্নীতির প্রতিবাদ করেছিলেন তিনি। সরব হয়েছিলেন, জঙ্গলে বেআইনি গাছ কাটা নিয়েও। তারপরেই হুমকির মুখে গ্রাম ছাড়তে হয়েছে তাঁকে। নিরাপত্তা চেয়ে স্থানীয় বিডিও এবং দলের শীর্ষ নেতা মুকুল রায়কে চিঠি দিয়েও সুরাহা হয়নি বলে দাবি তাঁর। এবার তাই মুখ্যমন্ত্রীর কাছে নিরাপত্তা ও সুবিচারের আবেদন জানিয়েছেন।

Tags:
.