যেসব কেন্দ্রে 'পি ডিভিশন' পাশ করল শাসক দল
ঘূর্ণিঝড় রোয়ানুর ভ্রূকুটিতে আবহাওয়া বর্ষার ইঙ্গিত দিলেও রাজ্যে এখন 'বসন্ত'। বাতাসে উড়ছে সবুজ আবীর, পাড়ার মোড়ে মোড়ে বাজছে 'চড়াম চড়াম ঢাক'। বাংলা ফের 'মমতাময়'। দু'শোর বেশি আসন নিয়ে বিরোধীদের 'হোয়াইট ওয়াশ' করে ফের বাংলার মসনদের দখল নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই উৎসবের মাঝেও শাসক দলের রয়ে গেল কিছু চিন্তা।
![যেসব কেন্দ্রে 'পি ডিভিশন' পাশ করল শাসক দল যেসব কেন্দ্রে 'পি ডিভিশন' পাশ করল শাসক দল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/05/21/55823-03oplo-bebodhan.jpg)
ওয়েব ডেস্ক: ঘূর্ণিঝড় রোয়ানুর ভ্রূকুটিতে আবহাওয়া বর্ষার ইঙ্গিত দিলেও রাজ্যে এখন 'বসন্ত'। বাতাসে উড়ছে সবুজ আবীর, পাড়ার মোড়ে মোড়ে বাজছে 'চড়াম চড়াম ঢাক'। বাংলা ফের 'মমতাময়'। দু'শোর বেশি আসন নিয়ে বিরোধীদের 'হোয়াইট ওয়াশ' করে ফের বাংলার মসনদের দখল নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই উৎসবের মাঝেও শাসক দলের রয়ে গেল কিছু চিন্তা।
২০১৬ বিধানসভা নির্বাচনের মার্কশিটে তৃণমূল একচেটিয়া 'স্টার মার্ক' পেলেও বেশ কিছু কেন্দ্রে প্রার্থীরা পাশ করেছেন 'পি ডিভিশন'-এ। জয়ের ব্যবধান ৫ হাজারেরও কম। আর এই সংখ্যাটা নেহাত কম নয়। একটু এদিক ওদিক হলেই এই কেন্দ্রগুলি উল্টে দিতে পারত বাংলার ফল। রায়দিঘিতে দেবশ্রী রায় মাত্র ১২২৯ ভোটে কান্তি গাঙ্গুলির বিরুদ্ধে জিতেছেন। চন্দনগরে ইন্দ্রনীল সেন মাত্র ২১১৪ ভোটে হারিয়েছেন বাম প্রার্থী গৌতম সরকারকে। নন্দীগ্রামে দু'বারের বিধায়ক ফিরোজা বিবি পাঁশকুড়া পশ্চিম আসনে জিতেছেন মাত্র ৩১৪৫ ভোটে। কম মার্জিনে জয়ে ক্ষতিগ্রস্ত শাসক-বিরোধী দু'পক্ষই। চিন্তার ভাঁজ বেশি চোখে পড়ছে শাসক দলের কপালেই।
যেসব কেন্দ্রে হাজারেরও কম ব্যবধানে জিতলেন প্রার্থীরা
কেন্দ্র | ব্যবধান | জয়ী | পরাজিত |
বড়জোরা | ৬১৬ | সুজিত চক্রবর্তী (সিপিএম) | সোহম চক্রবর্তী (তৃণমূল) |
মুরারই | ২৮০ | আব্দুর রহমান (তৃণমূল কংগ্রেস) | আলি মর্তুজা খান (কংগ্রেস) |
রায়না | ৪৪৮ | নেপাল ঘড়ুই তৃণমূল কংগ্রেস) | বাসুদেব খান (সিপিএম) |
বসিরহাট উত্তর | ৪৯২ | রফিকুল ইসলাম (সিপিএম) | এটিএম আবদুল্লা (তৃণমূল) |
মন্তেশ্বর | ৭০৬ | সজল পাঁজা (তৃণমূল) | চৌধুরী মহম্মদ হিদায়তুল্লা (সিপিএম) |
কাটোয়া | ৯১১ | রবীন্দ্রনাথ ভট্টাচার্য (তৃণমূল) | শ্যামা মজুমদার (কংগ্রেস) |
বিষ্ণুপুর | ৮৯১ | তুষারকান্তি ভট্টাচার্য (কংগ্রেস) | শ্যামাপদ মুখোপাধ্যায় (তৃণমূল) |