শাসকদলের দাদাগিরি, নিশানায় পুলিস

শাসকদলের দাদাগিরি চলছেই। বহু ক্ষেত্রেই নিশানা পুলিসকর্মীরা।  কখনও হুমকি। কখনও হামলা। আবার কখনও, সপাটে চড়। আলিপুর থানায় ঢুকে হুমকি, হামলা, ভাঙচুর চলে অবাধে। নেতৃত্বে তৃণমূল নেতা প্রতাপ সাহা। ট্রাফিক আইনভঙ্গ, পুলিসকে হুমকি, গালিগালাজ,মারধর এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানো। সব অভিযোগ দেবপ্রিয়া চ্যাটার্জির বিরুদ্ধে। শাস্তির মুখে পড়েন ওই ট্রাফিক পুলিসই।

Updated By: Jul 3, 2015, 07:45 PM IST
শাসকদলের দাদাগিরি, নিশানায় পুলিস

ব্যুরো: শাসকদলের দাদাগিরি চলছেই। বহু ক্ষেত্রেই নিশানা পুলিসকর্মীরা।  কখনও হুমকি। কখনও হামলা। আবার কখনও, সপাটে চড়। আলিপুর থানায় ঢুকে হুমকি, হামলা, ভাঙচুর চলে অবাধে। নেতৃত্বে তৃণমূল নেতা প্রতাপ সাহা। ট্রাফিক আইনভঙ্গ, পুলিসকে হুমকি, গালিগালাজ,মারধর এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানো। সব অভিযোগ দেবপ্রিয়া চ্যাটার্জির বিরুদ্ধে। শাস্তির মুখে পড়েন ওই ট্রাফিক পুলিসই।

পুলিসকে থানায় ঢুকে অশ্লীল ভাষায় গালিগালাজ, হুমকি দিয়েও বহাল তবিয়তে তৃণমূল নেত্রী সোনালী গুহ।

আবার, ট্রাফিক নিয়ম ভেঙেও, কর্তব্যরত ট্রাফিক কনস্টেবলকেই চড় মারার দায়ে কাঠগড়ায় তৃণমূল সাংসদ প্রসূন ব্যানার্জি। পাঁচ মিনিটের মধ্যে ওসিকে কলেজে আসার হুকুম দিয়ে শুধু ক্ষান্ত হননি টিএমসিপি নেতা সৌমিত্র ব্যানার্জি। প্রকাশ্যে বোমা মেরে থানা উড়িয়ে দেওয়ার হুমকিও দেন তিনি।

তালিকায় রয়েছে আরও একটি নাম। দোলা সেন। তাঁর নামের পাশে অভিযোগ, বাগুইআটিতে সিভিক পুলিসকর্মীকে চড়ের হুমকি, সেইসঙ্গে কান ধরে ওঠবোসের হুঁশিয়ারি।       

.