রাজবংশী ভোটবাক্সে থাবা বসাতে এবার তৃণমূলের বাজি কি কামতাপুর পিপলস পার্টি?
রাজবংশী ভোটবাক্সে থাবা বসাতে এবার তৃণমূলের বাজি কি কামতাপুর পিপলস পার্টি? বিজেপি এবং মোর্চার সঙ্গ ছেড়ে কি তৃণমূলের হাত ধরছে কেপিপি? গৌতম দেব-অতুল রায়ের বৈঠকের পর সেই জল্পনা তুঙ্গে।
ওয়েব ডেস্ক: রাজবংশী ভোটবাক্সে থাবা বসাতে এবার তৃণমূলের বাজি কি কামতাপুর পিপলস পার্টি? বিজেপি এবং মোর্চার সঙ্গ ছেড়ে কি তৃণমূলের হাত ধরছে কেপিপি? গৌতম দেব-অতুল রায়ের বৈঠকের পর সেই জল্পনা তুঙ্গে।
উত্তরবঙ্গের ৫৪টি আসনের মধ্যে গতবারের বিধানসভা ভোটে তৃণমূলের একক আসন ছিল মাত্র ১৬। এবার লক্ষ্য আরও বেশি আসন। কিন্তু অশোক ভট্টাচার্যের শিলিগুড়ি মডেলকে হারিয়ে তা কি সম্ভব? তার ওপর অনেকটাই বদলেছে সমীকরণ। কংগ্রেসকে সঙ্গে নিয়ে ভোট ময়দানে বামফ্রন্ট। মোর্চাকে সমর্থন করবে সিপিএম।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই সমীকরণই এখন মাথাব্যথার কারণ তৃণমূলের। এমনিতেই গৌতম দেবের কাজে খুব একটা খুশি নন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে অগ্নিপরীক্ষা গৌতমের। উপায় কী? এবার কি রাজবংশী ভোটে নজর তৃণমূলের? গৌতম দেবের বাড়িতে কেপিপি সভাপতি অতুল রায়ের সঙ্গে বৈঠকের পর সেই জল্পনা দানা বেঁধেছে।
সমর্থন নিয়ে অবশ্য এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে নারাজ কেপিপি। কেপিপির পৃথক রাজ্যের দাবি মানবে না তৃণমূল। তাহলে শুধুমাত্র রাজবংশী ভাষার সরকারি স্বীকৃতির প্রতিশ্রুতি দিয়ে কি কেপিপির সমর্থন আদায় সম্ভব?