কৃষ্ণনগর রেল স্টেশন থেকে উদ্ধার তিনটি বিশাল কচ্ছপ
কৃষ্ণনগর রেল স্টেশনের ওয়েটিং রুম থেকে উদ্ধার হল তিনটি বিশালাকৃতি কচ্ছপ। উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে আপাতত রাখা হয়েছে বন দফতরের অফিসে। সেখানেই চিকিত্সা চলছে কচ্ছপগুলির। সুস্থ হয়ে উঠলে তাদের ছেড়ে দেওয়া হতে পারে বেথুয়াডহরি অভয়ারণ্যে। গতরাতে কৃষ্ণনগর রেল স্টেশনের ওয়েটিং রুমে তিনটি বড় লাগেজ নিয়ে ট্রেন ধরার অপেক্ষায় ছিলেন এক মহিলা সহ তিনজন।
ওয়েব ডেস্ক: কৃষ্ণনগর রেল স্টেশনের ওয়েটিং রুম থেকে উদ্ধার হল তিনটি বিশালাকৃতি কচ্ছপ। উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে আপাতত রাখা হয়েছে বন দফতরের অফিসে। সেখানেই চিকিত্সা চলছে কচ্ছপগুলির। সুস্থ হয়ে উঠলে তাদের ছেড়ে দেওয়া হতে পারে বেথুয়াডহরি অভয়ারণ্যে। গতরাতে কৃষ্ণনগর রেল স্টেশনের ওয়েটিং রুমে তিনটি বড় লাগেজ নিয়ে ট্রেন ধরার অপেক্ষায় ছিলেন এক মহিলা সহ তিনজন।
জিআরপির সন্দেহ হওয়ায় তাঁরা ওই লাগেজ খুলে দেখতে চান। লাগেজ খুলতেই দেখা যায় তার দিয়ে পা বাঁধা অবস্থায় রয়েছে তিনটি কচ্ছপ। এক একটি কচ্ছপের ওজন ১৮ থেকে ১৯ কিলো। দুজন পালিয়ে গেলেও মহিলাকে গ্রেফতার করে জিআরপি। আজ তাকে আদালতে তোলা হলে তিন দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারপতি।