হেভিওয়েটদের সংঘাত উত্তর ২৪ পরগনায়, কার বিরুদ্ধে লড়ছেন কে
নবান্নের দখল করবে কে? ঠিক করবে উত্তর ২৪ পরগনা। জেলায় একাধিক আসনে হেভিওয়েট সংঘাত। কলকাতা ছাড়া উত্তর ২৪ পরগনাই একমাত্র জেলা যেখানে শহরাঞ্চলে গ্রামের থেকে বেশি মানুষ থাকেন। হেভিওয়েট ক্ল্যাশে অপ্রীতিকর ঘটনা ঠেকাতে তত্পর কমিশনও। আধাসেনার নিরাপত্তায় মোড়া গোটা জেলা।
ওয়েব ডেস্ক : নবান্নের দখল করবে কে? ঠিক করবে উত্তর ২৪ পরগনা। জেলায় একাধিক আসনে হেভিওয়েট সংঘাত। কলকাতা ছাড়া উত্তর ২৪ পরগনাই একমাত্র জেলা যেখানে শহরাঞ্চলে গ্রামের থেকে বেশি মানুষ থাকেন। হেভিওয়েট ক্ল্যাশে অপ্রীতিকর ঘটনা ঠেকাতে তত্পর কমিশনও। আধাসেনার নিরাপত্তায় মোড়া গোটা জেলা।
জেলার ৩৩টি আসনের সবকটিই গুরুত্বপূর্ণ। তবে সবার নজর খড়দহে। প্রাক্তন ও বর্তমান। দুই অর্থমন্ত্রীর টক্করে খড়দহ জমজমাট। বাগদায় উপেন বিশ্বাসকে চ্যালেঞ্জ জানাচ্ছেন দুলাল বর। বনগাঁয় তৃণমূলের বিশ্বজিত্ দাস বনাম ফরওয়ার্ড ব্লকের সুশান্ত বাওয়ালি। Key Factor বিজেপির কেডি বিশ্বাস।
গাইঘাটায় মতুয়া ভোট দখলে যুযুধান তৃণমূলের পুলিন বিহারী রায় ও সিপিআইয়ের কপিলকৃষ্ণ ঠাকুর। হাবড়ায় ভাগ্যপরীক্ষায় খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আমডাঙায় তৃণমূলের রফিকুর রহমানের সঙ্গে লড়াই প্রাক্তন মন্ত্রী আবদুস সাত্তারের।
বীজপুরে মুকুল পুত্র শুভ্রাংশুর সঙ্গে লড়াই সিপিএমের রবীন মুখার্জির। ভাটপাড়ায় দাপুটে তৃণমূল নেতা অর্জুন সিংকে চ্যালেঞ্জ জানাবেন তাঁরই একদা ছায়াসঙ্গী জীতেন্দ্র শাহ।বারাকপুরে মুকুল ঘনিষ্ঠ শীলভদ্র দত্ত ফের ভাগ্য পরীক্ষায়।
দমদম উত্তরে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ভোট পরীক্ষায়। চ্যালেঞ্জ সিপিএমের তন্ময় ভট্টাচার্যের। দমদমে ব্রাত্য বসুকে চ্যালেঞ্জ জানিয়েছেন সিপিএমের পলাশ দাস। বারাসতে চিরঞ্জিত্ চক্রবর্তী ফের ভাগ্য পরীক্ষায়। তাঁর বিরুদ্ধে ফরওয়ার্ড ব্লকের সঞ্জীব চট্টোপাধ্যায়।
বসিরহাট দক্ষিণে তৃণমূলের তারকা প্রার্থী দিপেন্দু বিশ্বাস। তাঁর লড়াই বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্যের সঙ্গে। আর অবশ্যই নজর থাকবে কামারহাটিতে। তৃণমূলের প্রার্থী জেলবন্দি মদন মিত্র। তাঁর বিরুদ্ধে সিপিএমের বাজি মানস মুখার্জি।