আগামীকালের ভোট ঘিরে কড়া নিরাপত্তা হাওড়ায়

আগামিকাল হাওড়ার ১৬টি আসনে ভোট। প্রচার শেষ করেছেন সব প্রার্থীরা। শেষ মুহুর্তে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করতে উঠেপড়ে লেগেছে প্রশাসনও। এবার ভোটে বহিরাগতদের কোনও রকম রেয়াত না করার জন্য সব থানায় নির্দেশ পাঠানো হয়েছে।

Updated By: Apr 24, 2016, 03:00 PM IST
আগামীকালের ভোট ঘিরে কড়া নিরাপত্তা হাওড়ায়

ওয়েব ডেস্ক: আগামিকাল হাওড়ার ১৬টি আসনে ভোট। প্রচার শেষ করেছেন সব প্রার্থীরা। শেষ মুহুর্তে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করতে উঠেপড়ে লেগেছে প্রশাসনও। এবার ভোটে বহিরাগতদের কোনও রকম রেয়াত না করার জন্য সব থানায় নির্দেশ পাঠানো হয়েছে।

আজ থেকেই শুরু হয়েছে গাড়িতে গাড়িতে চেকিং। হাওড়া জেলার সব এন্ট্রি পয়েন্টগুলিতে তীক্ষ্ণ নজরদারি চলছে। জেলা জুড়ে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী ও কুইক রেসপন্স টিম। নজরদারি অত্যন্ত কড়া হাওড়া ব্রিজে। কোনও রকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। চলছে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে নাকাবন্দি। অনুষ্ঠান বাড়ি বা গেস্ট হাউসগুলিকেও নজরদারির আওতায় আনা হয়েছে।

.