সুন্দরবন বেড়াতে গিয়ে চরম দুর্ভোগে পর্যটকরা

সুন্দরবন বেড়াতে গিয়ে চরম দুর্ভোগের শিকার পর্যটকরা। রাজ্য পর্যটন দফতরের উদ্যোগে, এমভি চিত্ররেখায় নদীবক্ষে সুন্দরবন ভ্রমণে গিয়েছিলেন ৩৭ জন পর্যটক।

Updated By: Feb 17, 2012, 01:48 PM IST

সুন্দরবন বেড়াতে গিয়ে চরম দুর্ভোগের শিকার পর্যটকরা। রাজ্য পর্যটন দফতরের উদ্যোগে, এমভি চিত্ররেখায় নদীবক্ষে সুন্দরবন ভ্রমণে গিয়েছিলেন ৩৭ জন পর্যটক।
বৃহস্পতিবার রাতে, সজনেখালির কাছে হঠাত্‍ই লঞ্চে জল ঢুকতে শুরু করে। লঞ্চটি তখন তীরের কাছে নোঙর করা ছিল। জল ঢোকার খবর চাউর হতেই পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়ায়। প্রথমে মনে হয়েছিল লঞ্চে হামলা চালিয়েছে একদল জলদস্যু। কিন্তু পরে দেখা যায়, এমভি চিত্ররেখার তলার দিকে ছোট্ট ফুটো হয়েছে। লঞ্চকর্মীদের চেষ্টায় কোনও মতে ফাটল মেরামত হয়।
তবে পর্যটকদের অধিকাংশই বয়স্ক নাগরিক হওয়ায়, তাঁদের ছোট ছোট নৌকোর সাহায্যে, তীরে নিয়ে যাওয়া হয়। এরপর রেঞ্জারের উদ্যোগে, পর্যটকদের নিয়ে যাওয়া হয় সজনেখালিতে। রাত থেকে সেখানেই রয়েছেন পর্যটকরা। অথচ এখনও পর্যন্ত পর্যটকদের সঙ্গে যোগাযোগ করেননি পর্যটন দফতরের কোনও কর্মী। ফলে পর্যটন দফতরের চূড়ান্ত উদাসীনতায় ক্ষুব্ধ আটক পর্যটকরা। তাঁরা এখন কোনও ভাবে ঘরে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

.