প্রত্যাবর্তনের শুরুতেই ধাক্কা- প্রবল বৃষ্টিতে আটকে গেল টয় ট্রেন
বছর পাঁচেক পর শুরু হয়েছিল। কিন্তু একদিন চলতে না চলতেই ফের ধস। প্রবল বৃষ্টিতে পাগলাঝোরায় শনিবার ফের আটকে গেল টয় ট্রেন।
ওয়েব ডেস্ক: বছর পাঁচেক পর শুরু হয়েছিল। কিন্তু একদিন চলতে না চলতেই ফের ধস। প্রবল বৃষ্টিতে পাগলাঝোরায় শনিবার ফের আটকে গেল টয় ট্রেন।
দার্জিলিং মানেই টয় ট্রেন। কু ঝিক ঝিক আর মন্থর গতি। কিন্তু ২০১০ সালের জুন মাসে পাগলাঝোরায় ধসের পর থেকেই বন্ধ হয় টয় ট্রেন পরিষেবা। তা মেরামতির আগেই ফের ধস। ২০১১ সালের সেপ্টেম্বরে ভয়াবহ ভূমিকম্পে। ধসের জেরে উপরে যায় ট্রেনের লাইন। তারপর জয় রাইড বা জঙ্গল সাফারি হলেও নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং স্টেশন পর্যন্ত এই দীর্ঘ পথ, মেঘ সরিয়ে পাহাড়ের পথ বেয়ে আর ছুটে আসত না টয় ট্রেন। শুক্রবার চালু হয় পরিষেবা। কিন্তু শনিবার পাগলাঝোরায় ধস। তাই শনিবার মাঝ পথ থেকেই ফিরে এলো টয় ট্রেন।
পর্যটন শিল্পের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের অভিযোগ, টয় ট্রেন নিয়ে পরিকল্পনার অভাব রয়েছে। উদাসীন রেল কর্তৃপক্ষও।
টয় ট্রেন ফের চালু হয়েছে। অনেকেই এই খবরটা পেয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে রওনা দিয়েছিলেন। অনেকে আবার টয় ট্রেনে চড়ে দার্জিলিং থেকে ফেরারও পরিকল্পনা নিয়ে ফেলেছিলেন। হতাশ তাঁরা।