শিয়ালদহ মেন শাখায় ট্রেন অবরোধ

সাত সকালে শিয়ালদহ মেন শাখায় ট্রেন অবরোধ। চূড়ান্ত নাকাল হলেন যাত্রীরা। শ্যামনগর স্টেশনে পর পর ৩ টি ট্রেন বাতিল হয়।

Updated By: Feb 12, 2017, 09:15 AM IST
শিয়ালদহ মেন শাখায় ট্রেন অবরোধ

ওয়েব ডেস্ক : সাত সকালে শিয়ালদহ মেন শাখায় ট্রেন অবরোধ। চূড়ান্ত নাকাল হলেন যাত্রীরা। শ্যামনগর স্টেশনে পর পর ৩ টি ট্রেন বাতিল হয়।

ভোর ৫টা ১০ নাগাদ ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। তাঁরা রেল লাইনে বসে পড়েন। প্রায় ঘণ্টা খানেক অবরোধ চলে। পুলিস গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করে। পৌনে ৭টা নাগাদ অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

রেল কর্তৃপক্ষের কাছে তাঁরা একটি স্মারকলিপি জমা দিয়েছেন। অবরোধকারীদের অভিযোগ, ট্রেন বাতিলের ঘটনা প্রায় প্রতিদিন লেগেই থাকে। এতে মূলত অসুবিধেয় পড়তে হয় সবজি ও মাছ ব্যবসায়ীরাদের। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুন, পাহাড়ে আজ ঘটি-বাঙালের লড়াই, শেষ হাসি হাসবে কে?

.