ঘন কুয়াশার জেরে রাজ্যে বিঘ্নিত ট্রেন চলাচল

ঘন কুয়াশার জেরে রাজ্যে বিঘ্নিত ট্রেন চলাচল। বহু ট্রেনই দেরিতে চলছে। প্রায় চার ঘণ্টা দেরিতে চলছে কালকা মেল। দুন এক্সপ্রেস ঘণ্টাখানেক দেরিতে চলছে। মুম্বই মেল, বিভূতি এক্সপ্রেসও লেটে চলছে।

Updated By: Feb 11, 2017, 12:03 PM IST
ঘন কুয়াশার জেরে রাজ্যে বিঘ্নিত ট্রেন চলাচল

ওয়েব ডেস্ক: ঘন কুয়াশার জেরে রাজ্যে বিঘ্নিত ট্রেন চলাচল। বহু ট্রেনই দেরিতে চলছে। প্রায় চার ঘণ্টা দেরিতে চলছে কালকা মেল। দুন এক্সপ্রেস ঘণ্টাখানেক দেরিতে চলছে। মুম্বই মেল, বিভূতি এক্সপ্রেসও লেটে চলছে।

বাদ নেই রাজধানী এক্সপ্রেসও। বারো ঘণ্টা দেরিতে চলছে মিথিলা এক্সপ্রেস। অস্বাভাবিক লেট চলছে অমৃতসর মেলও। প্রায় চোদ্দ ঘণ্টা দেরিতে চলছে এই ট্রেন। কুয়াশা-বিভ্রাটের জেরে সময়সূচির পরিবর্তন করা হয়েছে আপ তুফান মেলের। হাওড়া থেকে ট্রেনটি সকাল নটা পয়ত্রিশে ছাড়ার কথা থাকলেও, তার বদলে ছাড়বে দুপুর দুটো চল্লিশে।

অন্যদিকে, ঘন কুয়াশার জেরে আজ সকালে বিমান ওঠানামায় দেরি। দৃশ্যমানতা শূন্য হওয়ায় আসা-যাওয়ার সব উড়ানই দেরিতে ওঠানামা করছে। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকবে।

.