অধীর নগরিতে ফের কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ, নামল কমব্যাট ফোর্স
কংগ্রেস -তৃণমূল সংঘর্ষে ফের উত্তপ্ত মুর্শিদাবাদের শক্তিপুর। বুধবার রাতে পথসভায় হামলার প্রতিবাদে গতকাল মিছিল এবং প্রতিবাদ সভার কর্মসূচি ছিল কংগ্রেসের। অভিযোগ, কংগ্রেসের মিছিলের শেষে তৃণমূলের একটি মিছিল ঘটনাস্থলে পৌছলে দু`পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। নামানো হয় কমব্যাট ফোর্স। পরে বিশাল পুলিস বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কংগ্রেস -তৃণমূল সংঘর্ষে ফের উত্তপ্ত মুর্শিদাবাদের শক্তিপুর। বুধবার রাতে পথসভায় হামলার প্রতিবাদে গতকাল মিছিল এবং প্রতিবাদ সভার কর্মসূচি ছিল কংগ্রেসের। অভিযোগ, কংগ্রেসের মিছিলের শেষে তৃণমূলের একটি মিছিল ঘটনাস্থলে পৌছলে দু`পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। নামানো হয় কমব্যাট ফোর্স। পরে বিশাল পুলিস বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বুধবার মুর্শিদাবাদের বেলডাঙা দু নম্বর ব্লকে কংগ্রেসের পথসভায় হামলার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার এলাকায় মিছিল ও প্রতিবাদ সভার ডাক দেয় কংগ্রেস। নির্ধারিত সূচি অনুযায়ী প্রতিবাদ মিছিলওকরে কংগ্রেস। অভিযোগ, কংগ্রেসের মিছিলের পরে ঘটনাস্থলে পৌছয় তৃণমূলের একটি মিছিল। এরপরই দুপক্ষের সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।
পরিস্থিতি মোকাবিলায় নামানো হয় কমব্যাট ফোর্স। পরে বিশাল পুলিস বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কংগ্রেস নেতা আবু তাহেরের গাড়ি ভাঙচুর করা হয়েছে। তৃণমূল নেতা হুমায়ুন কবীরের নেতৃত্বেই এই হামলা হয় বলে অভিযোগ করেছেন আবু তাহের। হামলার অভিযোগ অস্বীকার করে শক্তিপুর থানার ওসির অপসারণ দাবি করেছেন হুমায়ুন কবীর।
ঘটনার প্রতিবাদে ২৬ ডিসেম্বর মুর্শিদাবাদে প্রতিবাদ সভার ডাক দিয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।