মেদিনীপুর মহিলা কলেজে র্যাগিংয়ের শিকার আদিবাসী ছাত্রী, নিষ্ক্রিয় পুলিস
জঙ্গলমহলের এক আদিবাসী ছাত্রীকে টানা প্রায় এক মাস ধরে র্যাগিংয়ের অভিযোগ উঠল মেদিনীপুর মহিলা কলেজে। শুধু তাই নয়, র্যাগিংয়ের বিষয়টি জানাজানি হতে কলেজেরই দুই শিক্ষিকা তাঁকে হেনস্থা করেন বলে অভিযোগ ওই তরুণীর। রবিবার বাধ্য হয়েই কলেজ ছাড়ার সিদ্ধান্ত নেয় সে। আর এরপর? ছাত্রীর পরিবারের অভিযোগ, পুলিস তাঁদের চূড়ান্ত হয়রানি করেছে।
মেদিনীপুর: জঙ্গলমহলের এক আদিবাসী ছাত্রীকে টানা প্রায় এক মাস ধরে র্যাগিংয়ের অভিযোগ উঠল মেদিনীপুর মহিলা কলেজে। শুধু তাই নয়, র্যাগিংয়ের বিষয়টি জানাজানি হতে কলেজেরই দুই শিক্ষিকা তাঁকে হেনস্থা করেন বলে অভিযোগ ওই তরুণীর। রবিবার বাধ্য হয়েই কলেজ ছাড়ার সিদ্ধান্ত নেয় সে। আর এরপর? ছাত্রীর পরিবারের অভিযোগ, পুলিস তাঁদের চূড়ান্ত হয়রানি করেছে।
সেই জুলাই মাসে হস্টেলে যাওয়ার পর থেকেই তিনি র্যাগিংয়ের শিকার। অভিযোগ ফিজিওলজি অনার্সের এই ছাত্রীর।
এখানেই শেষ নয়। র্যাগিংয়ের বিষয়টি জানাজানি হতেই আদিবাসী ছাত্রীর বিরুদ্ধে পাল্টা নালিশ করে অভিযুক্ত দুই সিনিয়র ছাত্রী। আর এরপরই কলেজের দুই শিক্ষিকা ছাত্রীকে ডেকে হেনস্থা করেন বলে অভিযোগ।