সল্টলেকের পর তোলা চাওয়ার অভিযোগে গ্রেফতার আরও এক তৃণমূলকর্মী

সল্টলেকের অনিন্দ চট্টোপাধ্যায়ের কীর্তি অস্বস্তি বাড়িয়েছে তৃণমূলের। এরই মধ্যে ফের তোলা চাওয়ার অভিযোগে গ্রেফতার হল এক তৃণমূলকর্মী। একই ঘটনা প্রত্যেকবার ঘটছে, তৃণমূল নেতাদের কেন্দ্র করে। সল্টলেকের পর এবার ঘটনা দুর্গাপুরে। অভিযোগ বেনাচিতি বাজারে এক দোকানদারের থেকে ক্লাবের চাঁদা হিসেবে তিন হাজার টাকা নেয় স্থানীয় তৃণমূলকর্মী আদেশ রায়। গতকাল ফের পাঁচ হাজার টাকা দাবি করে ওই তৃণমূল কর্মী।

Updated By: Jul 15, 2016, 09:17 AM IST
সল্টলেকের পর তোলা চাওয়ার অভিযোগে গ্রেফতার আরও এক তৃণমূলকর্মী

ওয়েব ডেস্ক: সল্টলেকের অনিন্দ চট্টোপাধ্যায়ের কীর্তি অস্বস্তি বাড়িয়েছে তৃণমূলের। এরই মধ্যে ফের তোলা চাওয়ার অভিযোগে গ্রেফতার হল এক তৃণমূলকর্মী। একই ঘটনা প্রত্যেকবার ঘটছে, তৃণমূল নেতাদের কেন্দ্র করে। সল্টলেকের পর এবার ঘটনা দুর্গাপুরে। অভিযোগ বেনাচিতি বাজারে এক দোকানদারের থেকে ক্লাবের চাঁদা হিসেবে তিন হাজার টাকা নেয় স্থানীয় তৃণমূলকর্মী আদেশ রায়। গতকাল ফের পাঁচ হাজার টাকা দাবি করে ওই তৃণমূল কর্মী।

আরও পড়ুন মদ খাওয়ার প্রতিবাদ করে আক্রান্ত যুবক

টাকা না দিলে ফল খারাপ হবে বলেও হুমকি দেয় আদেশ। দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী প্রবীর সামন্ত। এরপরই আদেশ রায় সহ আরও একজনকে গ্রেফতার করে পুলিস।  

আরও পড়ুন  ফের বেপরোয়া বাইক, এবারও মৃত্যু বালির বাদামতলায়

 

.