তৃণমূল কাউন্সিলরের প্রাণনাশের হুমকির অভিযোগে কাঠগড়ায় আরেক তৃণমূল কাউন্সিলর!

তৃণমূল কাউন্সিলরের প্রাণনাশের হুমকির অভিযোগ। কাঠগড়ায় আরেক তৃণমূল কাউন্সিলর।  উত্তর চব্বিশ পরগনার পানিহাটি পুরসভার ঘটনা। একতিরিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরিজিত্‍ ঘোষের অভিযোগ, গতকাল রাতে কিছু লোক তাঁর বাড়িতে চড়াও হয়ে প্রাণনাশের হুমকি দেয়। আতঙ্কে ঘোলা থানায় ফোন করেন তিনি। পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। প্রাণনাশের হুমকির জন্য তেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাসকে দায়ী করেছেন অরিজিত্‍ ঘোষ। ঘোলা থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। যদিও পানিহাটির বিধায়ক এবং উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূলের পর্যবেক্ষক নির্মল ঘোষের দাবি, এই ঘটনায় দলের কোনও যোগ নেই। বিষয়টি দুজনের ব্যক্তিগত ঝামেলা।

Updated By: Feb 4, 2016, 01:43 PM IST
তৃণমূল কাউন্সিলরের প্রাণনাশের হুমকির অভিযোগে কাঠগড়ায় আরেক তৃণমূল কাউন্সিলর!

ওয়েব ডেস্ক: তৃণমূল কাউন্সিলরের প্রাণনাশের হুমকির অভিযোগ। কাঠগড়ায় আরেক তৃণমূল কাউন্সিলর।  উত্তর চব্বিশ পরগনার পানিহাটি পুরসভার ঘটনা। একতিরিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরিজিত্‍ ঘোষের অভিযোগ, গতকাল রাতে কিছু লোক তাঁর বাড়িতে চড়াও হয়ে প্রাণনাশের হুমকি দেয়। আতঙ্কে ঘোলা থানায় ফোন করেন তিনি। পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। প্রাণনাশের হুমকির জন্য তেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাসকে দায়ী করেছেন অরিজিত্‍ ঘোষ। ঘোলা থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। যদিও পানিহাটির বিধায়ক এবং উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূলের পর্যবেক্ষক নির্মল ঘোষের দাবি, এই ঘটনায় দলের কোনও যোগ নেই। বিষয়টি দুজনের ব্যক্তিগত ঝামেলা।

.