বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে আহত দুই শিশু

বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে, তা ফেটে আহত হল দুটি শিশু। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে। আহতদের একজন চৈতালি ভক্তার বয়স  পাঁচ। আরেক আহত শিশু, অপু ভক্তার বয়স সাড়ে তিন। আবর্জনার স্তুপের মধ্যে তিনটি বোমা খুঁজে পেয়েছিল তারা। বল ভেবে সেগুলি কুড়িয়ে নিয়ে আসে দুজনে।

Updated By: Jun 3, 2015, 04:01 PM IST

ওয়েব ডেস্ক: বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে, তা ফেটে আহত হল দুটি শিশু। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে। আহতদের একজন চৈতালি ভক্তার বয়স  পাঁচ। আরেক আহত শিশু, অপু ভক্তার বয়স সাড়ে তিন। আবর্জনার স্তুপের মধ্যে তিনটি বোমা খুঁজে পেয়েছিল তারা। বল ভেবে সেগুলি কুড়িয়ে নিয়ে আসে দুজনে।

খেলতে খেলতে দুটি বোমা কোনওভাবে জলে পড়ে যায়। তবে একটি বোমা ফেটে যাওয়ায়, আহত হয় দুই শিশু। চিকিত্‍সার জন্য তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুটি বোমা পরে উদ্ধার করে নারায়ণগড় থানা। কীভাবে বোমাগুলি ওখানে এল, তা তদন্ত করে দেখছে পুলিস।   

.