শিমুলিয়ার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে তল্লাসিতে মিলল বেশ কয়েকজন জঙ্গি নেতার হদিশ
শিমুলিয়ার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে তল্লাসিতে মিলল আরও বেশ কয়েকজন জঙ্গিনেতার হদিশ। শিমুলিয়ার কাছেই কুসলোনা গ্রামের বাসিন্দা ফারুক নামে এক ব্যক্তির খোঁজ মিলেছে ইউসুফের ডায়রিতে। ফারুকের বাড়িতে তল্লাসি চালিয়ে উদ্ধার হয়েছে একটি ডায়েরি এবং বেশ কিছু ফোন নম্বর। ফারুক পলাতক। এছাড়া ইব্রাহিম নামে এক বাংলাদেশির ওই শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। উদ্ধার হওয়া নথি থেকে মিলেছে অসমের বরাপেটার দুটি ফোন নম্বর। শিমুলিয়ার অসম যোগের আরও প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। খাগড়াগড়ে বিস্ফোরণের জড়িত সন্দেহে দুদিন আগেই অসম থেকে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে, পারভেজ আলি নামে ব্যক্তিই খাগড়াগড়ের জঙ্গিডেরায় সিলেট রুট দিয়ে টাকা পাঠাত বলে জেনেছেন কত
ওয়েব ডেস্ক: শিমুলিয়ার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে তল্লাসিতে মিলল আরও বেশ কয়েকজন জঙ্গিনেতার হদিশ। শিমুলিয়ার কাছেই কুসলোনা গ্রামের বাসিন্দা ফারুক নামে এক ব্যক্তির খোঁজ মিলেছে ইউসুফের ডায়রিতে। ফারুকের বাড়িতে তল্লাসি চালিয়ে উদ্ধার হয়েছে একটি ডায়েরি এবং বেশ কিছু ফোন নম্বর। ফারুক পলাতক। এছাড়া ইব্রাহিম নামে এক বাংলাদেশির ওই শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। উদ্ধার হওয়া নথি থেকে মিলেছে অসমের বরাপেটার দুটি ফোন নম্বর। শিমুলিয়ার অসম যোগের আরও প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। খাগড়াগড়ে বিস্ফোরণের জড়িত সন্দেহে দুদিন আগেই অসম থেকে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে, পারভেজ আলি নামে ব্যক্তিই খাগড়াগড়ের জঙ্গিডেরায় সিলেট রুট দিয়ে টাকা পাঠাত বলে জেনেছেন কত
বর্ধমান বিস্ফোরণে নিহত সুভান ওরফে স্বপন মণ্ডলের ছবিও এসে পৌছল চব্বিশ ঘণ্টার হাতে। তদন্তকারীরা জানতে পেরেছেন, ২ অক্টোবর খাগড়াগড়ের জঙ্গিডেরায় শাকিল গাজির সঙ্গে IED বানাচ্ছিল সুভান। বিস্ফোরণে শাকিল গাজির সঙ্গে তারও মৃত্যু হয়। কিন্তু, সুভানের পরিচয় নিয়ে এখনও ধন্দে তদন্তকারীরা। মৃত্যুকালীন জবানবন্দিতে তদন্তকারীদের সুভান জানিয়েছিল, তার বাড়ি পূর্ব মেদিনীপুরের উত্তরপাড়ায়। কিন্তু, পূর্ব মেদিনীপুরে উত্তরপাড়া বলে কোনও জায়গাই নেই।