প্রতিবাদী মঞ্চের প্রথম বৈঠকে এককাট্টা কামদুনি

গত প্রায় আড়াই মাস প্রতিবাদের নামেই ঘর ফেলে ছুটে এসেছেন মহিলারা। কখনও আদালত, কখনও মিছিল করে কামদুনি মোড়। কখনও সোজা  দিল্লি। এবার আন্দোলনের রূপরেখা তৈরি করতে নিজেদের মঞ্চ। চোখরাঙানি, প্রলোভন, ভয় উপেক্ষা করে প্রতিবাদীমঞ্চের প্রথম দিনের বৈঠক বুঝিয়ে দিল কামদুনির জোট ভাঙার নয়।  

Updated By: Aug 25, 2013, 04:41 PM IST

গত প্রায় আড়াই মাস প্রতিবাদের নামেই ঘর ফেলে ছুটে এসেছেন মহিলারা। কখনও আদালত, কখনও মিছিল করে কামদুনি মোড়। কখনও সোজা  দিল্লি। এবার আন্দোলনের রূপরেখা তৈরি করতে নিজেদের মঞ্চ। চোখরাঙানি, প্রলোভন, ভয় উপেক্ষা করে প্রতিবাদীমঞ্চের প্রথম দিনের বৈঠক বুঝিয়ে দিল কামদুনির জোট ভাঙার নয়।  
খোলা আকাশের নীচে, গাছতলায় কামদুনি প্রতিবাদী মঞ্চের প্রথম সভায় উঠে এল, আন্দোলনকে ভাঙার চেষ্টা, নির্যাতিতার পরিবারকে প্রলোভন দেখানোসহ নানান অভিযোগ।
 
তবে কামদুনি যে নিজেদের প্রত্যয়ে এখনও দৃঢ়, সংঘবদ্ধ, প্রতিবাদী মঞ্চের প্রথম সভায় তা স্পষ্ট হল অনেকটাই।
 
সুটিয়ার ঢঙে তৈরি হওয়া কামদুনি প্রতিবাদী মঞ্চও নারী নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে। শুধুমাত্র কামদুনির আন্দোলনেই সীমাবদ্ধ থাকা নয়। চাঁদা তুলে ফান্ড তৈরি করে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকারবদ্ধ হলেন মৌসুমী কয়াল, ভাস্কর মণ্ডল, সুকান্ত কয়াল, মৃত্যুঞ্জয় কয়ালেরা।
 
ঘরের মেয়ে আর ফিরবে না। কিন্তু রক্ষা করতে হবে অন্য মেয়েদের। আর তাই মুম্বইয়ে চিত্র সাংবাদিক গণধর্ষণের ঘটনায় কলকাতায় বুদ্ধিজীবীদের মিছিলেও অংশ নেবে কামদুনি প্রতিবাদী মঞ্চ।
 

.