জীবনের জয়, দুঃস্বপ্ন কাটিয়ে ঘরে ফেরা
বানভাসি উত্তরাখণ্ড থেকে ফিরলেন রাজ্যের বেশ কয়েকজন পর্যটক। আজ সকালে দুন এক্সপ্রেসে করে হাওড়ায় পৌঁছলেন তাঁরা। টানা ১০ দিনের ভোগান্তির পর ঘরে ফিরেও ভুলতে পারছেন না প্রকৃতির তাণ্ডব।
বানভাসি উত্তরাখণ্ড থেকে ফিরলেন রাজ্যের বেশ কয়েকজন পর্যটক। আজ সকালে দুন এক্সপ্রেসে করে হাওড়ায় পৌঁছলেন তাঁরা। টানা ১০ দিনের ভোগান্তির পর ঘরে ফিরেও ভুলতে পারছেন না প্রকৃতির তাণ্ডব।
সকাল ৮ টা ২০। হাওড়া স্টেশনে এসে থামল ডাউন দেরাদুন এক্সপ্রেস। ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে ট্রেন থেকে নামলেন উত্তরখণ্ডে দীর্ঘ ১০ দিন আটকে থাকা এ রাজ্যের বেশ কয়েকজন পর্যটক। চোখে মুখে ভয় আর ক্লান্তি। তবুও ঘরে ফিরে স্বস্তির নিশ্বাস।
পর্যটকরা জানিয়েছেন, প্রাণটুকু সম্বল করে স্থানীয় আশ্রমে আশ্রয় নিলেও মেলেনি পর্যাপ্ত খাদ্য বা পাণীয় জল। কোনওক্রমে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেও এখনও তাঁদের তাড়া করে বেড়াচ্ছে ভয়াবহ স্মৃতি। ফিরে আসা পর্যটকদের মধ্যে রয়েছেন বর্ধমানের ১৪ জন। পশ্চিমবঙ্গের যেসব পর্যটক উত্তরাখণ্ডে আটকে রয়েছেন, তাঁদের জন্য হৃষিকেশ, হরিদ্বার ও দেরাদুনে কন্ট্রোল রুম খুলেছে রাজ্য সরকার।