জমি বাঁচাতে রুখে দাঁড়ালেন গ্রামবাসীরা
বহু ফসলি জমিতে ইঁটভাটা তৈরির চেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ালেন গ্রামবাসীরা। অশোকনগর বিধানসভা এলাকার দিঘার মোড়ে শ্রীকৃষ্ণপুর বটতলার কাছে ইঁটভাটা তৈরির চেষ্টা চলছে। ৩ ফসলি জমিতে ইঁটভাটা তৈরির বিরোধিতায় সরব গ্রামবাসীরা।
বহু ফসলি জমিতে ইঁটভাটা তৈরির চেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ালেন গ্রামবাসীরা। উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর বিধানসভা এলাকার দিঘার মোড়ে শ্রীকৃষ্ণপুর বটতলার কাছে ইঁটভাটা তৈরির চেষ্টা চলছে। অভিযোগ, যে জমিতে ইঁটভাটা তৈরির হচ্ছে, তা ৩ ফসলি জমি। তাই নিজেদের জমি বাঁচাতে ইঁটভাটা তৈরির বিরোধিতায় সরব গ্রামবাসীরা।
তাঁদের অভিযোগ, এই জমিতে ইঁটভাটা করলে দূষণ ছড়াবে। নষ্ট হবে ফসল। প্রবল আর্থিক সঙ্কটের মুখে পড়বেন গ্রামবাসীরা। রবিবার বিকেলে প্রস্তাবিত ইঁটভাটার জমিতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ। এক ঘণ্টারও বেশি সময় পর বিক্ষোভ ওঠে।