শেষ দফায় ভোট পড়ল ৮৪.০৯ শতাংশ, প্রথমবার ভোট দিল ছিটমহলের ৯,৭৭৬ জন ভোটার

  এক মাস ধরে নির্বাচন চলার পর অবশেষে শেষ হল পশ্চিমবঙ্গের ভোট, গণতন্ত্রের উৎসব। আঁটোসাটো নিরাপত্তা ও কমিশনের নজরদারিতে নির্বিঘ্নেই মিটল নির্বাচন। শেষ দফায় বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৮৪.০৯ শতাংশ।

Updated By: May 5, 2016, 09:12 PM IST
শেষ দফায় ভোট পড়ল ৮৪.০৯ শতাংশ, প্রথমবার ভোট দিল ছিটমহলের ৯,৭৭৬ জন ভোটার

ওয়েব ডেস্ক:  এক মাস ধরে নির্বাচন চলার পর অবশেষে শেষ হল পশ্চিমবঙ্গের ভোট, গণতন্ত্রের উৎসব। আঁটোসাটো নিরাপত্তা ও কমিশনের নজরদারিতে নির্বিঘ্নেই মিটল নির্বাচন। শেষ দফায় বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৮৪.০৯ শতাংশ।

কোচবিহারে ভোটের পরিমাণ ৮২.৭১ শতাংশ। পূর্ব মেদিনীপুরে ভোট পড়েছে ৮৫.০৯ শতাংশ।

সপ্তম দফায় ৬ হাজার ৭৭৪টি বুথে ভোট দিয়েছেন প্রায় ৫৮ লক্ষ মানুষ। এই ভোটারদের একটি উল্লেখযোগ্য অংশ হল ছিট মহলের বাসিন্দারা। স্বাধীনতার পর থেকে কোনওদিন ভোট দেওয়ার সুযোগ পায়নি এই ছিটমহলের লোকেরা। আজ প্রথমবার ভোট দিলেন কোচবিহারের ছিটমহলের ৯ হাজার ৭৭৬ জন বাসিন্দা।

.