রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি, বিক্ষোভে তৃণমূল
রাজ্যকে আগে থেকে কোনও কিছু না জানিয়েই জল ছেড়েছে ডিভিসি। আজ এই অভিযোগে ডিভিসির সবকটি কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী সমর্থকরা। গতকাল জল ছাড়ায় দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। পরিমাণ কমলেও আজও জল ছাড়ে ডিভিসি।
রাজ্যকে আগে থেকে কোনও কিছু না জানিয়েই জল ছেড়েছে ডিভিসি। আজ এই অভিযোগে ডিভিসির সবকটি কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী সমর্থকরা। গতকাল জল ছাড়ায় দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। পরিমাণ কমলেও আজও জল ছাড়ে ডিভিসি।
ডিভিসি জল ছাড়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে হাওড়া হুগলি, বর্ধমান এবং দুই মেদিনীপুরের বেশ কিছু এলাকায়। সোমবার ডিভিসি ১ লক্ষ ৩০ হাজার কিউসেক জল ছেড়েছিল। এরফলে জল বাড়তে শুরু করে মুণ্ডেশ্বরী, দ্বারকেশ্বর, দামোদর ও রূপনারায়ণ নদীর জল। মঙ্গলবারও ফের জল ছাড়ে ডিভিসি। তবে মঙ্গলবার ছাড়া জলের পরিমান অনেকটাই কম বলে ডিভিসির তরফে জানানো হয়েছে। মঙ্গলবার ২টি জলাধার থেকে মোট ১ লক্ষ ৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে।
ডিভিসি রাজ্যকে কোনও কিছু না জানিয়েই জল ছেড়েছে বলে অভিযোগে সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার এই অভিযোগে ডিভিসির সবকটি কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। কালিপাহাড়ির ডিভিসির সাবস্টেশনে ও মাইথনের ডিভিসি অফিসে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘণ্টা তিনেক বিক্ষোভ দেখানো হয়।