সিঙ্গুর এত নিষ্প্রভ কেন?

গতকাল কত উত্‍সব করে জমি হাতে পেলেন। মুখ্যমন্ত্রী এলেন। মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে জমিতে জল দিুল। যাতে তাড়াতাড়ি কৃষকরা জমি পায়। আজ সকাল থেকে কৃষকদের দেখা নেই। একজন কৃষককে সকাল থেকে দেখা গেল, একজব কোদাল নিয়ে এসে পনেরো মিনিট থেকে চলে গেল। সকাল গড়িয়ে দুপুর। চাষিরা আসছেন না কেন? দশ বছর পর জমি হাতে পেয়েছেন? এর চেয়ে আনন্দের কী হতে পারে?

Updated By: Oct 21, 2016, 10:39 PM IST
সিঙ্গুর এত নিষ্প্রভ কেন?

ওয়েব ডেস্ক: গতকাল কত উত্‍সব করে জমি হাতে পেলেন। মুখ্যমন্ত্রী এলেন। মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে জমিতে জল দিুল। যাতে তাড়াতাড়ি কৃষকরা জমি পায়। আজ সকাল থেকে কৃষকদের দেখা নেই। একজন কৃষককে সকাল থেকে দেখা গেল, একজব কোদাল নিয়ে এসে পনেরো মিনিট থেকে চলে গেল। সকাল গড়িয়ে দুপুর। চাষিরা আসছেন না কেন? দশ বছর পর জমি হাতে পেয়েছেন? এর চেয়ে আনন্দের কী হতে পারে?

কৃষির নবজন্ম, নাকি শিল্পস্বপ্নের মৃত্যু? কী বলছে সিঙ্গুর

তাহলে কি অন্য কোনও সমস্যা? সিঙ্গুর টাটাদের পছন্দ হয়েছিল পরিকাঠামোর কারণে। কৃষকদের পরিকাঠামোর সমস্যা। জল নেই, ডিপ টিউবওয়েল বসছে, আল নেই, বাঁধ নেই। গোপালনগরের যে জমি মুখ্যমন্ত্রী ফিরিয়েছেন, সেখানে টাটাদের কিছু ছিল না। একটু কেমন যেন থম মেরে যাওয়া সিঙ্গুর, তবু আশায় বাঁচে চাষা।

আরও পড়ুন- অধিকার চাইলে পাওয়া যায় না অধিকার কেড়ে নিতে হয়, সিঙ্গুরে ঘোষণা মমতার

.