দক্ষিণে নিম্নচাপ, উত্তরে আসতে সময় লাগবে কনকনে শীতের

দক্ষিণ ভারতে নিম্নচাপের জেরেই এরাজ্য থমকে আছে শীত। আকাশ মেঘলা হওয়াতেই কমছে না তাপমাত্রা। জানাল আলিপুর আবহাওয়া দফতর। গত কয়েক দিন ধরেই দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। যার জেরে তামিলনাড়ু জুড়ে ভারী বৃষ্টি হওয়া বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। গোটা তামিলনাড়ূই এখন হাঁটু জলের তলায়। সেই নিম্নচাপের পরোক্ষ প্রভাবেই এরাজ্যেও আকাশ মেঘলা। ঘন কোয়াশায় আচ্ছন্ন থাকবে শহর থেকে গ্রাম। ঠাণ্ডার অনুভূতি থাকলেও এখনই হার কাঁপুনি আমেজ আসছে না বাংলায়। আগামী ৪৮ ঘণ্টা এই পরিস্থিতি থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

Updated By: Nov 17, 2015, 04:51 PM IST
দক্ষিণে নিম্নচাপ, উত্তরে আসতে সময় লাগবে কনকনে শীতের

ওয়েব ডেস্ক: দক্ষিণ ভারতে নিম্নচাপের জেরেই এরাজ্য থমকে আছে শীত। আকাশ মেঘলা হওয়াতেই কমছে না তাপমাত্রা। জানাল আলিপুর আবহাওয়া দফতর। গত কয়েক দিন ধরেই দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। যার জেরে তামিলনাড়ু জুড়ে ভারী বৃষ্টি হওয়া বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। গোটা তামিলনাড়ূই এখন হাঁটু জলের তলায়। সেই নিম্নচাপের পরোক্ষ প্রভাবেই এরাজ্যেও আকাশ মেঘলা। ঘন কোয়াশায় আচ্ছন্ন থাকবে শহর থেকে গ্রাম। ঠাণ্ডার অনুভূতি থাকলেও এখনই হার কাঁপুনি আমেজ আসছে না বাংলায়। আগামী ৪৮ ঘণ্টা এই পরিস্থিতি থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

.