দক্ষিণ দাক্ষিণ্য না পেলেও উত্তরে জবাব দিচ্ছে শীত
দক্ষিণবঙ্গে তেমনভাবে শীত পড়েনি। কিন্তু উত্তরবঙ্গে জাঁকিয়ে পড়েছে শীত। বিশেষ করে দার্জিলিং জেলায়। পাহাড় থেকে সমতল, তাপমাত্রা এক ধাপে অনেকটাই নেমে গিয়েছে।
দার্জিলিং এবং সংলগ্ন গ্যাংটক পাহাড়ে ৫-৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে তাপমাত্রা। শিলিগুড়িতে মাঝে মধ্যে কয়েক পশলা বৃষ্টি। অনেকটাই বেড়ে গিয়েছে শীতের অনুভব। ঠাণ্ডা থেকে বাঁচতে গায়ে উঠেছে গরম কাপ়ড। মোড়ে মোড়ে খরকুটো জড়ো করে চলছে আগুন পোহানো। জলপাইগুড়ি-কোচবিহার মুড়ে গিয়েছে কুয়াশার চাদরে। ফগ লাইট জ্বালিয়ে চলছে যানবাহন। ট্রেন চলাচলও প্রায় শামুকের গতি। নিউ কোচবিহারে আটকে পড়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন।
উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রার ফারাক বেশ অনেকটাই। উত্তরে যেখানে তাপমাত্রা নেমে গিয়েছে ৫-৬ ডিগ্রি সেলসিয়াসে, কলকাতায় তাপমাত্রা ওঠানামা করছে ১১ ডিগ্রির কাছাকাছি।