ইলসেগুঁড়ি বৃষ্টির সঙ্গে রাজ্যে এল রুপোলি শস্য

বর্ষা আসতেই সুখবর। মরসুমের প্রথম ইলিশ আজ ঢুকল রাজ্যে। গত দশ বছরের সব রেকর্ড ভেঙে, ধরা পড়েছে কয়েকশো টন ইলিশ। যা দেখে   চওড়া হাসি ক্রেতা-বিক্রেতা সকলেরই।  ইলশে গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে কী হয়নি! ওমনি মনটা ইলিশের জন্য আনচান করতে শুরু করে। ইলিশ ছাড়া বাঙালির পাত কি মানায়!

Updated By: Jun 18, 2015, 07:05 PM IST
ইলসেগুঁড়ি বৃষ্টির সঙ্গে রাজ্যে এল রুপোলি শস্য

ব্যুরো: বর্ষা আসতেই সুখবর। মরসুমের প্রথম ইলিশ আজ ঢুকল রাজ্যে। গত দশ বছরের সব রেকর্ড ভেঙে, ধরা পড়েছে কয়েকশো টন ইলিশ। যা দেখে   চওড়া হাসি ক্রেতা-বিক্রেতা সকলেরই।  ইলশে গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে কী হয়নি! ওমনি মনটা ইলিশের জন্য আনচান করতে শুরু করে। ইলিশ ছাড়া বাঙালির পাত কি মানায়!

এবার অবশ্য প্রাক বর্ষা নামতেই , বাজারে ঢুকতে শুরু করল ঝাঁকে ঝাঁকে ইলিশ। বৃহস্পতিবারই এই মরসুমের প্রথম ইলিশ ঢুকেছে রাজ্যে।      

দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ, পাথরপ্রতিমা, নামখানা, সাগর- সবজায়গাতেই মত্‍স্যজীবীদের জাল ভরে গিয়েছে এই রূপোলী শস্যে।   

আবহাওয়া ভাল থাকার কারণে এবার ইলিশের যোগান বেশ ভাল হবে বলে আশা মত্‍স্যজীবীদের। এবার বর্ষায় তাই মন ভরে ঘরে ইলিশ তুলতে তৈরি রাজ্যবাসী। তাও পকেটে চাপ না বাড়িয়েই।

 

.