ভিড় বাসে সন্তান প্রসব করলেন এক মহিলা

সরকারি চিকিত্‍সকের উদাসীনতায় ভিড় বাসে সন্তান প্রসব করলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরে। এরপরই কর্তব্যে গাফিলতির অভিযোগ সিউড়ি সদর হাসপাতালের চিকিত্‍সক দেবাশীষ দেবাংশীর বিরুদ্ধে সরব হয়েছেন এলাকার মানুষ। যাঁর বিরুদ্ধে এই অভিযোগ, তিনি তৃণমূল কংগ্রেসের চিকিত্‍সক

Updated By: Nov 3, 2011, 07:27 PM IST

সরকারি চিকিত্‍সকের উদাসীনতায় ভিড় বাসে সন্তান প্রসব করলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরে। এরপরই কর্তব্যে গাফিলতির অভিযোগ সিউড়ি সদর হাসপাতালের চিকিত্‍সক দেবাশীষ দেবাংশীর বিরুদ্ধে সরব হয়েছেন এলাকার মানুষ। যাঁর বিরুদ্ধে এই অভিযোগ, তিনি তৃণমূল কংগ্রেসের চিকিত্‍সক সংগঠনের নেতা। সেই
সঙ্গে তিনি জেলা তৃণমূল কংগ্রেসের একটি গোষ্ঠীরও নেতা। রেখা বাউড়ি। বাড়ি বীরভূম-ঝাড়খণ্ড সীমানা সংলগ্ন কুসুমনগর গ্রামে। অন্তঃসত্বা হওয়ায়, মঙ্গলবার সকালে দুব্রাজপুর স্বাস্থ্য কেন্দ্রে যান রেখাদেবী। সঙ্গে ছিলেন স্বামী আনন্দ বাউরি। তখনই তাঁকে সেখানে ভর্তি করা হয়। এরপর রাতেই রেখাদেবীকে রেফার করা হয় সিউড়ি সদর হাসপাতালে। সংসারে নুন আনতে পান্তা ফুরনোর অবস্থা। ফলে অন্তঃসত্বা অবস্থাতেই বাসে করে যান সিউড়িতে। কিন্তু ডাক্তার না থাকায়, রাতে তাঁর কোনও চিকিত্‍সাই হয়নি। বুধবার সকালে রেখা বাউরিকে পরীক্ষা করেন চিকিত্‍সক দেবাশীষ দেবাংসি। তারপরই রেখাদেবীকে ডিসচার্জ সার্টিফিকেট দিয়ে, হাসপাতাল থেকে চলে যেতে বলেন দেবাশীষবাবু। সেইসঙ্গে তিনি ওই
দম্পতিকে অন্য কোথাও গিয়ে চিকিত্‍সা করাতে বলেন।  সিউড়ি সদর হাসপাতালের চিকিত্‍সক দেবাশীষ দেবাংসির এই আচরণে হতবাক হয়ে যান রেখাদেবী ও তাঁর স্বামী। নিরুপায় হয়ে তাঁরা তখন বাড়ি ফেরার উদ্দেশে বাসে ওঠেন। চলন্ত বাসেই প্রসব যন্ত্রণা অনুভব করেন রেখাদেবী। তাঁর ওই শারীরিক অবস্থা দেখে, বাউরি পরিবারকে সাহায্য করতে এগিয়ে আসেন সহযাত্রীরা। অবশেষে ভির বাসেই সন্তান প্রসব করেন রেখাদেবী। সন্তান প্রসবের পরই খবর দেওয়া হয় পুলিসে। পুলিসের তত্‍পরতায় রেখাদেবী ফের ভর্তি করেন দুব্রাজপুর স্বাস্থ্য কেন্দ্রে। মা ও ছেলে দু`জনেই আপাতত সুস্থ। তবে সিউড়ি সদর হাসপাতালের চিকিত্‍সক দেবাংসির ভূমিকা নিয়ে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে। এই প্রথম নয়। এর আগেও বেশকয়েকবার বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস চিকিত্‍সক সংগঠনের নেতা তথা সরকারি চিকিত্‍সক দেবাশীষ দেবাংসির বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।
২৪ ঘণ্টার জন্য জয়দ্বীপ সরকারের রিপোর্ট, বীরভূম।  

.