কর্মসূত্রে বাহরিনে গিয়ে খুন হলেন নন্দীগ্রামের এক যুবক
কর্মসূত্রে সৌদি আরবের বাহরিনে গিয়ে, খুন হয়ে গেলেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের এক যুবক। ঢালাইয়ের কাজ করতে মাস ছয়েক আগে বাহরিনে যান পূর্ব গোপাল চক গ্রামের বাসিন্দা রতন প্রধান। গত দোসরা জানুয়ারি তাঁর বাড়িতে ফোন করে জানানো হয়, ছুরির আঘাতে জখম হয়েছেন রতন। এরপরই কেটে যায় ফোনটি। বারবার যোগাযোগ করার চেষ্টা হলেও, কোনও খবর পায়নি তাঁর পরিবার। এরপরই সাংসদ শিশির অধিকারীর দ্বারস্থ হন তাঁরা। অনেক চেষ্টাচরিত্রের পর জানা যায়, খুন হয়ে গেছেন রতন প্রধান। একমাস পর আজ তাঁর দেহ এসে পৌছয় গ্রামের বাড়িতে। জানা গেছে, সহকর্মী শেখ মুন্নার সঙ্গে ঝামেলার জেরে এই খুন । ডায়মন্ডহারবারের বাসিন্দা শেখ মুন্নাও, রতন প্রধানের সঙ্গেই কাজ করতে বাহরিন যান। সেখানে তাকে গ্রেফতার করা হয়েছে।
ওয়েব ডেস্ক: কর্মসূত্রে সৌদি আরবের বাহরিনে গিয়ে, খুন হয়ে গেলেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের এক যুবক। ঢালাইয়ের কাজ করতে মাস ছয়েক আগে বাহরিনে যান পূর্ব গোপাল চক গ্রামের বাসিন্দা রতন প্রধান। গত দোসরা জানুয়ারি তাঁর বাড়িতে ফোন করে জানানো হয়, ছুরির আঘাতে জখম হয়েছেন রতন। এরপরই কেটে যায় ফোনটি। বারবার যোগাযোগ করার চেষ্টা হলেও, কোনও খবর পায়নি তাঁর পরিবার। এরপরই সাংসদ শিশির অধিকারীর দ্বারস্থ হন তাঁরা। অনেক চেষ্টাচরিত্রের পর জানা যায়, খুন হয়ে গেছেন রতন প্রধান। একমাস পর আজ তাঁর দেহ এসে পৌছয় গ্রামের বাড়িতে। জানা গেছে, সহকর্মী শেখ মুন্নার সঙ্গে ঝামেলার জেরে এই খুন । ডায়মন্ডহারবারের বাসিন্দা শেখ মুন্নাও, রতন প্রধানের সঙ্গেই কাজ করতে বাহরিন যান। সেখানে তাকে গ্রেফতার করা হয়েছে।