KMC Election 2021 Result: জয়ের ডবল হ্যাটট্রিক, 'সন্ত্রাস হেরেছে' বললেন বিজেপির মীনাদেবী

ভোটের দিন জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ করেন বিজেপি প্রার্থী

Updated By: Dec 21, 2021, 03:29 PM IST
KMC Election 2021 Result: জয়ের ডবল হ্যাটট্রিক, 'সন্ত্রাস হেরেছে' বললেন বিজেপির মীনাদেবী

নিজস্ব প্রতিবেদন: কলকাতা পুরভোটে (Kolkata Municipal Election 2021) ২২ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হলেন মীনাদেবী পুরোহিত (Mina Devi Purohit)। ভোটের দিন নিগ্রহের অভিযোগ করেছিলেন তিনি। জয়ের পর Zee ২৪ ঘণ্টাকে বিজেপি হেভিওয়েট প্রার্থী বলেন, "সন্ত্রাস হেরেছে মানুষের জয় হয়েছে।" 

এই নিয়ে জয়ের ডবল হ্যাটট্রিক করলেন মীনাদেবী পুরোহিত (Mina Devi Purohit)। পোস্তা এলাকায় দীর্ঘদিন ধরে বিজেপির পতাকা সামলাচ্ছেন তিনি। কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়রও হয়েছিলেন। মঙ্গলবার মীনাদেবী পুরোহিত (Mina Devi Purohit) বলেন, "মানুষের আশীর্বাদ ও সেবা জিতেছে। মানুষ দেখেছে কত সন্ত্রাস হয়েছে। সন্ত্রাস না হলে ৫ হাজার ভোটে জিততাম। মানুষ দু'হাত তুলে আশীর্বাদ করেছে। ২৫ বছর ধরে মানুষের সেবা করছি। সন্ত্রাস না হলে বিজেপি বোর্ড গঠন করত।"

কলকাতা কর্পোরেশন (Kolkata Municipal Election 2021) নির্বাচনের দিন তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করেছিলেন মীনাদেবী পুরোহিত (Mina Devi Purohit)। জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ করেন তিনি।   

আরও পড়ুন: লাথি মেরে দরজা ভেঙে গ্রেফতার করেছিল পুলিস, ৫০ নম্বর ওয়ার্ডে BJP-র খাতা খুলল সেই সজল

আরও পড়ুন: Mamata on Kolkata Mayor: কলকাতা কর্পোরেশনের মেয়র ঘোষণা কবে? দিনক্ষণ জানালেন মমতা

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App 

.