সকাল থেকেই আকাশ মেঘলা

বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে সকাল থেকেই কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন। কোথাও কোথাও সামান্য বৃষ্টি হয়েছে। খোলা জায়গায় দৃশ্যমানতা কম। বিপরীত ঘূর্ণাবর্তের জেরে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া।

Updated By: Nov 15, 2011, 04:31 PM IST

বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে সকাল থেকেই কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন। কোথাও কোথাও সামান্য বৃষ্টি হয়েছে। খোলা জায়গায় দৃশ্যমানতা কম। বিপরীত ঘূর্ণাবর্তের জেরে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। আবহাওয়ার পরিস্থিতি এরকম চলতে থাকলে শীত আসতে দেরি হবে বলে জানানো হয়েছে। বায়ুপ্রবাহের পরিবর্তনের ফলে তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্ত বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

.