একুশের আগে পূর্ব মেদিনীপুরে TMC-র জেলা কমিটিতে নেই শুভেন্দু!

গত কয়েক দিন ধরে শুভেন্দু অধিকারীর মতিগতি ভালো ঠেকছে না রাজনৈতিক মহলের একাংশের। 

Reported By: কমলিকা সেনগুপ্ত | Updated By: Nov 4, 2020, 06:21 PM IST
একুশের আগে পূর্ব মেদিনীপুরে TMC-র জেলা কমিটিতে নেই শুভেন্দু!

নিজস্ব প্রতিবেদন: পূর্ব মেদিনীপুরের জেলা কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। বিধানসভা ভোটের আগে কমিটিতে শুভেন্দু অধিকারী কি থাকবেন, তা নিয়ে জল্পনা ছিলই।  তবে তিনি কমিটিতে নেই। সভাপতি অবশ্য এখনও শুভেন্দুর বাবা শিশির অধিকারীই। শুভেন্দু প্রসঙ্গে তিনি বলেন,''নীরব কোথায়? প্রতিদিনই তো সভা করছেন।''  

ঘনিয়ে আসছে বিধানসভা ভোট। তার কয়েক মাস আগে পূর্ব মেদিনীপুরে জেলা কমিটির তালিকা প্রকাশ করল তৃণমূল। চেয়ারম্যান ও সভাপতি শিশির অধিকারী। কো-অর্ডিনেটর অর্ধেন্দু মাইতি, অখিল গিরি ও আনন্দময় অধিকারী। অথচ কোথাও নেই শুভেন্দু। বলে রাখি, জেলা কমিটিতে শুভেন্দু ছিলেনও না। তবে কেন প্রশ্ন? একুশের আগে শুভেন্দুর অনুপস্থিতি নিয়ে শুরু হয়েছে জল্পনা। সাম্প্রতিককালে শুভেন্দু যেভাবে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে চলেছেন, তাতে জল্পনা স্বাভাবিকই। উল্লেখ্য, তৃণমূলের রাজ্য কমিটি, স্টিয়ারিং কমিটিতে রয়েছেন শুভেন্দু অধিকারী। 

গত কয়েক দিন ধরে শুভেন্দু অধিকারীর মতিগতি ভালো ঠেকছে না রাজনৈতিক মহলের একাংশের। গতকাল, মঙ্গলবারও  পটাশপুরে প্রশাসনিক ভবন উদ্বোধনে গিয়ে শুভেন্দু বলেছেন,''তখনকার সরকার বলেছিল,আমরা তো ২৩৫। ৩০ জনের কথা শুনবো কেন! এত পুলিস, এত অর্থ, এত ক্ষমতা, বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ, এত বৈভব, এত অহংকার - দেড় বছরের লড়াইয়ে সব ভেঙেচুরে তছনছ হয়ে গেল। মানুষ তছনছ করে দিল।'' তবে এ দিন শিশির অধিকারী বলেন,''কে বলেছে, শুভেন্দু নীরব? প্রতিদিনই তো বৈঠক করছেন। দলের প্রতীক না থাকলে মন্ত্রী থাকবে কীভাবে! নানা জল্পনা তো হতেই পারে।'' 

আরও পড়ুন- বিনয় বনাম বিমল! একুশের আগে পাহাড়ের চাবিকাঠি কার হাতে?
                

.