AFC Cup: অর্ধেক গ্যালারি ভর্তি যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলবে ATK Mohun Bagan

মোটামুটি ৩৩ হাজার দর্শক মঙ্গলবার যুবভারতীতে ম্যাচ দেখতে পারবেন। এর মধ্যে মোহনবাগান সদস্যদের জন্য ১০ হাজার টিকিট থাকবে।

Updated By: Apr 8, 2022, 10:42 PM IST
AFC Cup: অর্ধেক গ্যালারি ভর্তি যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলবে ATK Mohun Bagan
চলছে রয় কৃষ্ণার প্রস্তুতি। ঘরের মাঠে দুই বছর পর নামবে এটিকে মোহনবাগান। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন: ১২ এপ্রিল মঙ্গলবার শ্রীলঙ্কার ব্লু স্টার এসসি-র (Blue Star SC) বিরুদ্ধে এএফসি কাপের (AFC Cup) প্রাথমিক পর্বের যোগ্যতা অর্জনের ম্যাচ খেলতে নামবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। দুই বছর পর সবুজ-মেরুন দলকে ফের একবার যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে দেখা যাবে। তাই যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারি ভর্তি হলে রাজ্য সরকারের কোনও আপত্তি নেই। কিন্তু এটিকে মোহনবাগান ভরা গ্যালারির সামনে ম্যাচ আয়োজন করতে চাইছে না। বরং পঞ্চাশ শতাংশ দর্শক নিয়ে ম্যাচ আয়োজন করতে চাইছে তারা। এটিকে মোহনবাগান কর্তৃপক্ষ ঠিক করেছে, সে দিন মাত্র ৩০ হাজার দর্শককে স্টেডিয়ামে ঢোকার অনুমতি দেওয়া হবে। প্রথম ম্যাচের পরিস্থিতি বুঝে এএফসি কাপের দ্বিতীয় ম্যাচে একশো শতাংশ দর্শককে মাঠে ঢোকার অনুমতি দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।  

গত দু’মরশুম ধরে জৈব বলয়ের মধ্যে গোয়ায় আইএসএলের ম্যাচ হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে সংগঠক হিসেবে ম্যাচের আয়োজন করেনি এটিকে মোহনবাগান কর্তৃপক্ষ। সেইজন্য ১২ এপ্রিল এএফসি কাপের ম্যাচের আয়োজন দেখেশুনে করতে চাইছে তারা। অনেকদিন পর ঘরের মাঠে দর্শকদের সামনে খেলবেন বলে সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্দোও (Juan Ferrando) ভীষণ খুশি। তিনি বলেন, "যে সমর্থকরা মাঠে খেলা দেখতে আসবেন, তারা কেউ হতাশ হয়ে ফিরবেন না। আশা করছি, সমর্থকরা মাঠে এসে আমাদের উদ্বুদ্ধ করবেন"। 

যুবভারতীতে দর্শক প্রবেশের অনুমতি চাইলে, রাজ্য ক্রীড়া দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এএফসি কাপের ম্যাচে এটিকে মোহনবাগান যদি একশো শতাংশ দর্শক নিয়ে ম্যাচের আয়োজন করতে চায়, রাজ্য সরকারের কোনও আপত্তি নেই। কত দর্শক মাঠে ঢুকবে, সেটা এটিকে মোহনবাগানের উপর ছেড়ে দেওয়া হয়েছে।

কিন্তু অনেকদিন পর ম্যাচ আয়োজন করতে গিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেন না সংগঠকরা। আর সেই কারণেই শুরুর ম্যাচে পঞ্চাশ শতাংশ দর্শক নিয়ে শুরু করতে চাইছেন টিম ম্যানেজমেন্ট। 

মোটামুটি ৩৩ হাজার দর্শক মঙ্গলবার যুবভারতীতে ম্যাচ দেখতে পারবেন। এর মধ্যে মোহনবাগান সদস্যদের জন্য ১০ হাজার টিকিট থাকবে। বাকি টিকিটের মধ্যে ৩০০ আর ৫০০ টাকার টিকিট ইতিমধ্যেই অনলাইনে বিক্রি হয়ে গিয়েছে। 

আরও পড়ুন: কলকাতায় পা রেখেই প্রথমবার সবুজ-মেরুন তাঁবুতে ঘুরে গেলেন Juan Ferrando

আরও পড়ুন: প্রয়াত চিমা ওকেরির প্রিয় সতীর্থ চিবুজোর, ময়দানে শোকের ছায়া

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.