MS Dhoni: চল্লিশেও চমকাচ্ছেন ধোনি! প্রথম উইকেটকিপার হিসাবে এবার বিশ্বরেকর্ড

রেকর্ড ও মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) আজও সমার্থক। প্রমাণিত হচ্ছে আইপিএলের (IPL 2022) মঞ্চেও 

Updated By: Apr 1, 2022, 01:47 PM IST
MS Dhoni: চল্লিশেও চমকাচ্ছেন ধোনি! প্রথম উইকেটকিপার হিসাবে এবার বিশ্বরেকর্ড
ধোনির সঙ্গেই রেকর্ড চলে হাত ধরাধরি করে

নিজস্ব প্রতিবেদন: চল্লিশ বছর বয়সেও নতুন নতুন মাইলস্টোন তৈরি করে চলেছেন তিনি। বাইশ গজের কিংবদন্তি, নাম মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) । চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings, CSK) প্রাক্তন অধিনায়ক লখনউ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে অনন্য ডাবল সেঞ্চুরিতে লিখলেন নতুন ইতিহাস। টি-২০ ক্রিকেটে ২০০টি ক্যাচ নিলেন ধোনি।

লখনউ ম্য়াচে ধোনি উইকেটের পিছনে দাঁড়িয়ে ২০০ নম্বর ক্যাচটি নেন। ডোয়েন প্রিটোরিয়াসের (Dwaine Pretorius) বলে কুইন্টন ডি ককের (Quinton de Kock) ক্য়াচ নেন ধোনি। কায়রন পোলার্ড (Kieron Pollard), ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo) ও ডেভিড মিলারের (David Miller) পর চতুর্থ ক্রিকেটার হিসাবে টি-২০ ক্রিকেটে ২০০ ক্যাচ নেওয়ার নজির গড়লেন ধোনি। ভারতের জোড়া বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক যদিও বিশ্বের প্রথম উইকেটকিপার হিসাবে এই নজির গড়লেন। ২০০ ক্যাচের মধ্যে স্টাম্পের পিছনে দাঁড়িয়ে ধোনি নিয়েছেন ১৯৫টি ক্যাচ (৫৭টি ক্যাচ দেশের জার্সিতে)। বাকি পাঁচটি ক্যাচ তিনি ধরেছেন আউটফিল্ড প্লেয়ার হিসাবে। 

আরও পড়ুন: MS Dhoni: IPL 2022-এ LSG vs CSK ম্যাচে ধোনির অনন্য টি-২০ মাইলস্টোন

আরও পড়ুন: LSG vs CSK: ছক্কা হাঁকিয়ে MS Dhoni স্পর্শ করলেন AB de Villiers-কে!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.