IPL Final 2022, GT vs RR: চ্যাম্পিয়ন ও রানার্স দল পাবে কত টাকা? অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপ জয়ীর ঝুলিতে আসবে কত? জেনে নিন

চলতি আইপিএল-এ (IPL 2022) অরেঞ্জ ক্যাপের মালিক হচ্ছেন জস বাটলার (Jos Buttler)। সেটা সবাই জানে। তবে বেগুনি টুপির মালিক কে হবেন, সেটা নিয়ে যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও আরসিবি-র ওয়ানিন্দু হাসারঙ্গার (Wanindu Hasaranga) মধ্যে লড়াই তুঙ্গে। দুজনেই ২৬টি করে উইকেট নিয়েছেন।      

Updated By: May 29, 2022, 07:09 PM IST
IPL Final 2022, GT vs RR: চ্যাম্পিয়ন ও রানার্স দল পাবে কত টাকা? অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপ জয়ীর ঝুলিতে আসবে কত? জেনে নিন
হার্দিক পান্ডিয়া না সঞ্জু স্যামসন? কে হাসবেন শেষ হাসি? ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন: আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরেই চলতি আইপিএল-এ (IPL 2022) বিজয়ী দলের নাম সবাই জেনে যাবে। অরেঞ্জ ক্যাপের মালিক হচ্ছেন জস বাটলার (Jos Buttler)। সেটা সবাই জানে। তবে বেগুনি টুপির মালিক কে হবেন, সেটা নিয়ে যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও আরসিবি-র (RCB) ওয়ানিন্দু হাসারঙ্গার (Wanindu Hasaranga) মধ্যে লড়াই তুঙ্গে। দুজনেই ২৬টি করে উইকেট নিয়েছেন। তবে চাহাল যদি মেগা ফাইনালে তাঁর ফর্ম বজায় রাখতে পারেন তাহলে তাঁর মাথায় উঠবে বেগুনি টুপি।

গত বছরের তুলনায় চলতি আইপিএল-এ পুরস্কার মূল্যতে তেমন বদল করেনি বিসিসিআই। ২০২১ সালের মতো এ বারও জয়ী দল ট্রফির সঙ্গে ২০ কোটি টাকা পাবে। রানার্স দল পাবে ১৩ কোটি টাকা। গত বারের তুলনায় রানার্স দলের পুরস্কার মূল্যের পরিমাণ ৫০ লক্ষ টাকা বাড়ানো হয়েছে। গত বছর রানার্স দলকে দেওয়া হয়েছিল ১২ কোটি ৫০ লক্ষ টাকা।

 

গত বছর তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী দল সমান পুরস্কারমূল্য পেয়েছিল। গত বছর দুই দলকে দেওয়া হয়েছিল ৮ কোটি ৭৫ লক্ষ টাকা করে। এবা র যদিও সেই পরিমাণ কমানো হয়েছে। এ বার তৃতীয় স্থানাধিকারী, অর্থাৎ দ্বিতীয় কোয়ালিফায়ারে পরাজিত দল পাবে ৭ কোটি টাকা। চতুর্থ স্থানাধিকারী, অর্থাৎ এলিমিনেটরে পরাজিত দল পাবে ৬ কোটি ৫০ লক্ষ টাকা।

আইপিএল ২০২২-এর দলগত পুরস্কারমূল্য:-

চ্যাম্পিয়ন দল: ২০কোটি টাকা

রানার্স দল: ১৩ কোটি টাকা

তৃতীয় স্থানাধিকারী: ৭ কোটি টাকা

চতুর্থ স্থানাধিকারী: ৬.৫ কোটি টাকা

 আইপিএল ২০২২-এর ব্যাক্তিগত পুরস্কারমূল্য:-

অরেঞ্জ ক্যাপ: ১৫ লক্ষ টাকা

পার্পল ক্যাপ: ১৫ লক্ষ টাকা

এমার্জিং প্লেয়ার: ২০ লক্ষ টাকা

মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার: ১২ লক্ষ টাকা

ম্য়াক্সিমাম সিক্সেস: ১২ লক্ষ টাকা

গেম চেঞ্জার: ১২ লক্ষ টাকা

সুপার স্ট্রাইকার: ১৫ লক্ষ টাকা

আরও পড়ুন: Wriddhiman Saha, IPL 2022: আট বছর আগের মতো ঋদ্ধির কাছ থেকে শতরান চাইছেন দেবারতি

আরও পড়ুন: SA vs IND: উঠে যাচ্ছে জৈব বলয়, অবশেষে মুক্তি পেল KL Rahul, Rishabh Pant-দের Team India

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
 

 

.