ইডেনের ভারত-পাকিস্তান হাইটেনশন ম্যাচে নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত

আগামিকাল ইডেনে মহারণ। টি-২০ বিশ্বকাপে হাই টেনশন ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। রান রেটে পিছিয়ে থাকায় ডু অর ডাই ম্যাচ জিততে মরিয়া ধোনি ব্রিগেড।

Updated By: Mar 18, 2016, 10:42 AM IST
ইডেনের ভারত-পাকিস্তান হাইটেনশন ম্যাচে নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত

ওয়েব ডেস্ক: আগামিকাল ইডেনে মহারণ। টি-২০ বিশ্বকাপে হাই টেনশন ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। রান রেটে পিছিয়ে থাকায় ডু অর ডাই ম্যাচ জিততে মরিয়া ধোনি ব্রিগেড।

মাঠে থাকছেন বিগ বি, ইমরান খান সহ একগুচ্ছ মেগা স্টার। ম্যাচ ঘিরে এখন থেকেই মহনগরে উন্মাদন তুঙ্গে। ভারত পাকিস্তান ম্যাচে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মরিয়া পুলিস প্রশাসনও। নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্তে জোর দিতে মোতায়েন করা হয়েছে কয়েক হাজার পুলিসকর্মীকে।

থাকছে ২১ জন ডিসি, ৩৪জন এসি, ১৩০জন ইনস্পেক্টর, ৪১৪ জন এসআই, ৩৭৫জন এএসআই, ২২০০জন মহিলা কন্সস্টেবল। গোটা নিরাপত্তা খতিয়ে দেখতে থাকছেন ৯জন জয়েন্ট সিপি, ৩জন অতিরিক্ত সিবি সহ আরও ২ বিশেষ সিপি। এছাড়াও স্ট্যান্ড রোড অকল্যান্ড রোড মোতায়েন রাখা হচ্ছে কুইক রেসপন্স টিম। নজরদারি চালানো হবে ৯টি ওয়াচ টাওয়ার এবং একটি ড্রোনের সাহায্যেও। নিরাপত্তার জন্য ১১টি স্যান্ড ব্যাগ ব্যাঙ্কার সহ ৫টি বুলেট প্রুফ মোর্চাও তৈরি রাখা। থাকছে পুলিস অ্যাসিস্ট্যান্স বুথ সহ অ্যাম্বুলেন্স।

.