নদিয়া সীমান্তে বাংলাদেশির দেহ নিয়ে টানাপোড়েন দুই দেশের

সোমবার সকাল থেকে নদিয়ার নো ম্যানস্ ল্যান্ডের চিত্রটা ছিল এরকম- জিরো পয়েন্টে পড়ে রয়েছে দেহ।

Updated By: Jan 28, 2019, 05:19 PM IST
নদিয়া সীমান্তে বাংলাদেশির দেহ নিয়ে টানাপোড়েন দুই দেশের

নিজস্ব প্রতিবেদন: নদিয়া  সীমান্তে বাংলাদেশির মৃতদেহ উদ্ধার।   কৃষ্ণগঞ্জ লাগোয়া নো ম্যানস্ ল্যান্ডে বাংলাদেশের বাসিন্দা ওমেদুল মণ্ডলের দেহ উদ্ধার হয়। কোন দেশে মৃতদেহ নিয়ে যাওয়া হবে, তাই নিয়ে টানাপোড়েনে  বিএসএফ- বিজিবির মধ্যে ।    ফ্ল্যাগ মিটিংয়ে  হয় রফার খোঁজ।  

আরও পড়ুন: দমকল মন্ত্রীর সারপ্রাইড ভিজিটের প্রথম দিনেই ফেল প্যান্টালুনস

সোমবার সকাল থেকে নদিয়ার নো ম্যানস্ ল্যান্ডের চিত্রটা ছিল এরকম- জিরো পয়েন্টে পড়ে রয়েছে দেহ। কিন্তু মৃতদেহ তুলে নিয়ে যাওয়ার উপায় নেই। জিরো পয়েন্টের দুইদিকে দুই দেশ। ভারত-বাংলাদেশ। কোন দেশে যাবে মৃত দেহ , তাই নিয়ে সরগরম কৃষ্ণগঞ্জ থানার বিজয়পুর সীমান্তে জিরো পয়েন্ট। মৃতের পরিচয় জানা যায় পরে।  দেহটি বাংলাদেশের চুয়াডাঙ্গার বাসিন্দা ওমেদুল মণ্ডলেক।

আরও পড়ুন: ফের ঈশ্বরগুপ্ত সেতুতে ফাটল, ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি

কিন্তু তাতে কী?  প্রশ্নতো অনেক! জিরো পয়েন্টে কী করে এল ওমেদুলের দেহ। কেউ খুন করে ফেলে গেল। না জিরো পয়েন্টেই মৃত্যু।

এখানেও প্রশ্ন শেষ নয়--চুয়াডাঙা ছেড়ে জিরো পয়েন্টে কেন মৃত্যু? এমন নানা প্রশ্নে-নিয়মে দীর্ঘক্ষণ জিরো পয়েন্টে পড়ে থাকে ওমেদুল মণ্ডলের দেহ। কোন দেশে যাবে মৃতদেহ  তা নিয়ে বিএসএফ ও বাংলাদেশের বিজিবি ফ্ল্যাগ মিটিং করে।

 

.