Russia-Ukraine War: চিনের সাহায্য চাইল রাশিয়া? তেমনই দাবি যুক্তরাষ্ট্রের

রাশিয়া (Russia) কোন ধরনের সরঞ্জাম চাইছে, তা নিয়ে নির্দিষ্ট কিছু জানা যায়নি। তবে বারবার মস্কোর কাছ থেকে অনুরোধ আসায় চিন (China) রাশিয়াকে সহায়তা করার প্রস্তুতি নিচ্ছে বলেই ইঙ্গিত।

Updated By: Mar 14, 2022, 12:01 PM IST
Russia-Ukraine War: চিনের সাহায্য চাইল রাশিয়া? তেমনই দাবি যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদন: ইউক্রেনে যুদ্ধের জন্য চিনের কাছে সামরিক ও আর্থিক সহায়তা চাইছে রাশিয়া। অন্তত এমনই দাবি যুক্তরাষ্ট্রের। 

মার্কিনি সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন-যুদ্ধে (ukraine war) ব্যবহারের জন্য মস্কোকে প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম সরবরাহ করুক বেজিং, এমনই চায় রাশিয়া। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে সামরিক অভিযানের শুরু থেকেই সামরিক সরঞ্জাম চেয়ে চিনের কাছে অনুরোধ জানিয়ে আসছে রাশিয়া (russia)। তবে রাশিয়া কোন ধরনের সরঞ্জাম চাইছে, তা নিয়ে নির্দিষ্ট কিছু জানা যায়নি। এদিকে বারবার মস্কোর কাছ থেকে এমন অনুরোধ আসায় চিন নাকি রাশিয়াকে সহায়তা করার প্রস্তুতি নিচ্ছে বলেও ইঙ্গিত পাওয়া গিয়েছে।

রাশিয়া-ইউক্রেন সংঘাতে এখনও পর্যন্ত চিন নিরপেক্ষ অবস্থানেই রয়েছে। তবে মস্কোর বন্ধু চিন ইউক্রেনে রুশ অভিযানের নিন্দাও করেনি। তবে, এখন কথা হল, যদি রাশিয়ার হাত শক্ত করতে চিন অস্ত্রসম্ভার পাঠায় তবে কি আমেরিকা চুপ করে বসে থাকবে?

আরও পড়ুন: Russia Ukraine War: ইউক্রেনে গুলিবিদ্ধ হয়ে মার্কিন সাংবাদিকের মৃত্যু, গুরুতর আহত এক মার্কিন ফটোগ্রাফারও

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.