প্রকাশিত হয়েছে CTET-এর ফলাফল, জেনে নিন দেখবেন কীভাবে

পরীক্ষা শেষ হওয়ার ২৩ দিনের মাথাতেই প্রকাশিত হয়েছে ফলাফল। 

Updated By: Jul 30, 2019, 04:24 PM IST
প্রকাশিত হয়েছে CTET-এর ফলাফল, জেনে নিন দেখবেন কীভাবে

নিজস্ব প্রতিবেদন: সিটেট (CTET)-এর ফলাফল প্রকাশ করেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকন্ডারি এডুকেশন(CBSE) । যে সমস্ত প্রার্থীরা পরীক্ষা দিয়েছেন তাঁরা  ctet.nic.in ওয়েবসাইটে গিয়ে ফলাফল জানতে পারবেন। উল্লেখ্য, ৩.৫২ লক্ষ পরীক্ষার্থী পাশ করেছে এই পরীক্ষায়। ৭জুলাই শেষ হয়েছে CTET। পরীক্ষা শেষ হওয়ার ২৩ দিনের মাথাতেই প্রকাশিত হয়েছে ফলাফল। 

আরও পড়ুন: শিক্ষানবিশদের জন্য সুখবর, ২৩০ পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে ইন্ডিয়ান অয়েল

২০,৮৪,১৭৪ জন প্রার্থী পরীক্ষার জন্য আবেদন করেছিলেন। যাদের মধ্যে বিশেষ ভাবে সক্ষম প্রার্থী ছিলেন ৩৭,২২১ জন। দেশের ১০৪টি শহরে মোট ২০টি ভাষায় পরীক্ষা হয়েছিল। উল্লেখ্য, পরীক্ষায় পাশ করতে প্রার্থীতকে অন্তত ৬০ শতাংশ নম্বর পেতে হবে। সংরক্ষিত আসনের প্রার্থীদের জন্য কাটঅফ ৫৫ শতাংশ। উত্তির্ণ প্রার্থীদের ই-সার্টিফিকেট লেটার ডাউনলোড করতে হবে। এ ক্ষেত্রে যেসমস্ত প্রার্থীরা পাশ করেছেন তাঁরাই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

 

.