শতাধিক শূন্যপদে জুনিয়র টেকনিক্যাল অফিসার নিয়োগ করবে ইলেক্ট্রনিক কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড

পারিশ্রমিক প্রতিমাসে ২০০৭২ টাকা।

Updated By: Sep 23, 2019, 10:34 AM IST
শতাধিক শূন্যপদে জুনিয়র টেকনিক্যাল অফিসার নিয়োগ করবে ইলেক্ট্রনিক কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড

নিজস্ব প্রতিবেদন: ইলেক্ট্রনিক কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে ২০০ জন জুনিয়র টেকনিক্যাল অফিসার নিয়োগ করা হবে ৬ মাসের চুক্তিতে।

শূন্যপদের বিন্যাস: ২০০ (অসংরক্ষিত ১০০, ওবিসি ৫৪, তপশিলি জাতি ৩০, তপশিলি উপজাতি ১৫)।

পারিশ্রমিক: প্রতিমাসে ২০০৭২ টাকা।

যোগ্যতা: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইলেক্ট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স ইঞ্জিয়ারিং/  মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজিতে ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

বয়স: ৩১ অগাস্ট ১৯৮৯-এর পরে জন্ম হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড়া পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের নথি পত্র যাচাইয়ের জন্য ডাকা হবে। নথিপত্র যাচাই হবে হায়দ্রাবাদে। 

আবেদনের পদ্ধতি: www.ecil.co.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর বিকেল ৪টে পর্যন্ত। ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত নির্দেশাবলি ও দিনক্ষণ সময়মতো ওয়েবসাইট থেকে জানা যাবে। ডকুমেন্ট ভেরিভিকেশনের ঠিকানা, Electronics Corporation of India Limited, Nalanda Complex, CLDC, TIFR Road, Hyderabad 500062. Email: hrrect@ecil.co.in/pgrect@ecil.co.in

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা আযবে উপরোক্ত ওয়েবসাইটে। 

.